স্পোর্টস ডেস্ক: আগামী বছরের ফ্রান্স ইউরো ২০১৬’র চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানী। ঘরের মাঠে জর্জিয়ার বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবেই শেষ পর্যন্ত তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো। তাদের সাথে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ফ্রান্সের টিকেট পেয়েছে পোল্যান্ড। তবে আয়ারল্যান্ড পোলিশদের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় গ্রুপের তৃতীয় দল হিসেবে প্লে-অফের খড়গে পড়েছে।
লিপজিগে জর্জিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাছাইপর্ব উতরানোর জন্য জার্মানীর মাত্র এক পয়েন্ট প্রয়োজন ছিল। কিন্তু ম্যাক্স ক্রুসের ৭৯ মিনিটের গোলে জোয়াকিম লোয়ের দল গ্রুপ-ডি’র শীর্ষ দল হিসেবেই আগামী বছর ফ্রান্সে যাচ্ছে। ৫০ মিনিটে থমাস মুলার প্রথম গোল করে স্বাগতিকদের এগিয়ে দিয়েছিলেন। পেনাল্টিতে তার দেয়া গোলটি ছিল বাছাইপর্বে নবম গোল। কিন্তু তিন মিনিট পরেই জাবা কানকাভা গোলে ম্যাচে সমতা ফেরায় জর্জিয়া। বৃহস্পতিবার বাছাইপর্বের আগের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে দু:খজনক ভাবে ১-০ গোলে পরাজিত হয়েছিল জার্মানরা। কালকের ম্যাচ শেষে লো বলেছেন, পুরো বাছাইপর্ব শেষে আমরা সত্যিই আনন্দিত। কিন্তু শেষ দুটি ম্যাচ নিয়ে আমি মোটেই সন্তুষ্ট হতে পারিনি। এটা আমাদের মান নয়, এখনো দলকে নিয়ে অনেক কাজ করতে হবে।
এদিকে গ্রুপের অপর ম্যাচে রবার্ট লিওয়ানোদোস্কির রেকর্ড গোলে পোল্যান্ড ২-১ গোলে আয়ারল্যান্ডকে পরাজিত করে বাছাইপর্ব পার করেছে। ওয়ারস’র ম্যাচটিতে ১৩ মিনিটে গ্রিজর্জ ক্রিচোয়িকের গোলে এগিয়ে যায় পোল্যান্ড। তিন মিনিটের মধ্যে জন ওয়াল্টার্স পেনাল্টিতে সমতা ফেরান। তবে বিরতির ঠিক আগ মুহূর্তে লিওয়ানোদোস্কির গোলে আইরিশদের হতাশ করে জয় ছিনিয়ে নেয় পোলিশরা। এই গোলের মাধ্যমে লিওয়ানোদোস্কি ইউরো বাছাইপর্বের ইতিহাসে নর্দার্ন আয়ারল্যান্ডের স্ট্রাইকার ডেভিড হিলির সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ড স্পর্শ করেছেন।গত ছয়টি ম্যাচে এটি ছিল পোলিশ তারকার ১৫তম গোল। এই পরাজয়ে তৃতীয় দল হিসেবে আগামী নভেম্বরে আয়ারল্যান্ডকে প্লে-অফ ম্যাচ খেলতে হবে।
গ্রুপের আরেক ম্যাচে স্টিভেন ফ্লেচারের হ্যাটট্রিকে স্কটল্যান্ড ৬-০ গোলে জিব্রালটারকে পরাজিত করে বাছাইপর্বেও ব্যর্থ মিশন শেষ করেছে।
এর আগে আর্মেনিয়াকে ৩-০ গোলে পরাজিত করে প্রথমবারের মত বড় কোন টুর্ণামেন্টের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে আলবেনিয়া। বৃহস্পতিবার ঘরের মাঠে সার্বিয়ার কাছে পরাজিত হবার পরে ডেনমার্ককে হটিয়ে ফ্রান্সের টিকেট পেতে আলবেনিয়ার তিন পয়েন্টের প্রয়োজন ছিল। সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়ে পর্তুগালের পরে গ্রুপ-আই’র দ্বিতীয় দল হিসেবে তারা ইউরো ২০১৬ এর চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করে ইতিহাস সৃষ্টি করেছে। আগেই শীর্ষ দল হিসেবে চূড়ান্ত পর্ব নিশ্চিত করা পর্তুগাল বেলগ্রেডে সার্বিয়াকে ২-১ গোলে পরাজিত করে শেষ ম্যাচেও জয় তুলে নিয়েছে।
১৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ