স্পোর্টস ডেস্ক : আরব আমিরাতে ক্রিকেট লড়াইয়ে নামবে ইংল্যান্ড ও পাকিস্তান। টেস্ট সিরিজ দিয়েই শুরু হচ্ছে এই লড়াই। মঙ্গলবার প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে এই দুই দেশ। ইংলিশদের বিরুদ্ধে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তানের টেস্ট একাদশে সেরা চমক হিসাবে রয়েছেন শোয়েব মালিক। অন্যদিকে ইউনুস খান রয়েছে পাকিস্তানের টেস্ট একাদশে।
পাকিস্তানের টেস্ট একাদশ হলো: মোহাম্মদ হাফিজ, শান মাসুদ, শোয়েব মালিক, ইউনুস খান, মিসবাহ উল হক (অধিনায়ক), আসাদ শফিক, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুলফিকার বাবর, রাহাত আলী ও ইমরান খান।
অন্যদিকে ইংল্যান্ডের একাদশেও রয়েছে বেশ ভিন্নতা। দুই জন পাকিস্তানি বংশোদ্ভুত রয়েছেন ইংল্যান্ড শিবিরে। এরা হলেন মঈন আলী ও আদিল রশিদ। দুই জনেই অল রাউন্ডার।
ইংল্যান্ড একাদশ হলো: অ্যালিস্টার কুক, মঈন আলী, ইয়ান বেল, জো রুট, ব্রিসটো, স্টোকস, বাটলার, আদিল রশিদ, ব্রড, উড ও অ্যান্ডারশন।
১৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর