মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ১২:৩৫:৩৬

নাম জানা গেল তাদের, যারা বিপিএল মাতাতে আসছেন

নাম জানা গেল তাদের, যারা বিপিএল মাতাতে আসছেন

স্পোর্টস ডেস্ক : সময় যখন ক্ষীণ হচ্ছে তখন মূল আয়োজনের দিকে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর। অনেকেরই নাম জানা গেল যারা এবারের বিপিএল আসরে অংশ নিতে যাচ্ছে।

অবসরে যাওয়া অনেক গ্রেট ক্রিকেটার রয়েছেন এখানে। বিপিএল আসরে অংশ নিতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের তালিকাটি বেশ লম্বা। প্রায় দু্ইশ জন ক্রিকেটার রয়েছেন এই তালিকায়।

৬ টি দলের প্রত্যেকটি দল যদি ১৮ জন করেও স্কোয়াডে নেয় তবে সেখানে সুযোগ পায় ১০৮ জন। এখন দেশীয় ক্রিকেটাররা কোথায় যাবে? সে প্রশ্ন আসছে। দেশি ও বিদেশি ক্রিকেটারদের সমান সমান উপস্থিতি দেখা যেতে পারে বিপিএল আসরে।

দেশীয় ক্রিকেটারদের সংখ্যা একবারে কম হলে টাইগারদের ক্রিকেট শক্তি বৃদ্ধির আশাটাও অনেকটা ক্ষীণ হবে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে অংশ নিতে যাওয়া আরো বেশ কয়েক জনের নাম জানা গেল।

তারা হলেন, কানাডার রিজওয়ান চিমা, আয়ারল্যান্ডের গ্যারি উইলসন, পল স্টার্লিং, কেভিন ও’ব্রায়েন, নিল ও’ব্রায়েন, নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসকাটে, ও আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী। প্রসঙ্গত, ২০১৬ বিপিএলে বেশি সংখ্যক ক্রিকেটার আসতে পারে পাকিস্তান থেকে।
১৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে