স্পোর্টস ডেস্ক : আবুধাবির সারজা স্টেডিয়ামে চলছে পাকিস্তান ও ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ। টস জেতে পাকিস্তান। মিসবাহ উল হক শুরুতেই ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু শুভ সূচনা করতে পারেনি পাকিস্তান। ওপেনার হিসাবে নামেন মোহাম্মদ হাফিজ ও শন মাসুদ। দলীয় পাঁচ রানেই প্রথম ধাক্কাটি খায় পাকিস্তান। পরে শোয়েব মালিক হাফিজের সাথে যোগ দেন।
মালিক কঠিন পরীক্ষার সামনে। টেস্ট দলে ফিরেছেন দীর্ঘ ৫ বছর পর। এই পরীক্ষায় পাশ-ফেল নিয়ে টানাটানিতে শোয়েব মালিক। মালিক ব্যর্থ হলে ফের অনিশ্চয়তায় যাবে তার টেস্ট ক্রিকেট। দীর্ঘদিন পরে কয়েক মাস আগে দলে ডাক পান মালিক। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো করে সবার মন জয় করেন। কিন্তু আবুধাতিতে পাকিস্তান টিম এরই মধ্যে বেশ নড়বড়ে অবস্থানে পড়েছে।
দলের পুরনো ক্রিকেটার মালিকের সাফল্য-ব্যর্থতার দিকে বিশেষ দৃষ্টি পাকিস্তান ক্রিকেট বোর্ডের। মালিক যখন ২৫ টি বল মোকাবেলা করেন তখন তার ব্যাট থেকে আসে ১টি চারের মার। রান ১১। মালিক ও হাফিজ চেষ্টা করছেন শুরুর ধাক্কাটি কাটিয়ে ওঠার। পাকিস্তান টিমই এখন বিশেষ পরীক্ষায়।
১৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর