স্পোর্টস ডেস্ক : জাতীয় লিগে খেলছেন অলক কাপালি। তৃতীয় পর্বে সিলেট বিভাগ ও রাজশাহী বিভাগ মুখোমুখি হয়। শেষ দিনে ফলাফল নিজেদের করে নেয়ার নেশায় জ্বলছে কাপালির ব্যাট। রাজশাহী বিভাগ প্রথম ইনিংসে করে ৩৮০ রান। এই রানের বিপরীতে কাপালির ব্যাটে লিড দাঁড় করিয়েছে সিলেট। শেষ দিন বলে টেস্ট ভুলে ওয়ানডেতেই ফিরেছে দুই পক্ষের এই লড়াই।
অলক কাপালি ৭৫ রানে যখন অপরাজিত থেকে ব্যাট করছেন তখন ১৬২ রানের লিড রাজশাহীর সামনে। দুই পক্ষ খেলার ফলাফল বের করে আনার জন্য বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে লড়াইয়ে লিপ্ত থাকলেও ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি।
অলক কাপালি জাতীয় দলের হয়ে ঝলক দেখিয়েছেন। কিন্তু বাজে ফর্মের কারণেই নিজের আসন হারান অলক। এখন জাতীয় লিগের মাধ্যমে ফের উজ্জ্বল রুপ দেখান অলক কাপালি।
আসন্ন বিপিএল আসরে অলক কাপালি নিজের কদর বাড়ানোর কাজটা সারছেন ভালোভাবেই।
১৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর