শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬, ০১:২৭:৪৬

১৭ বছরের এই গোলরক্ষই শিরোপা জেতালেন এসি মিলানকে

১৭ বছরের এই গোলরক্ষই শিরোপা জেতালেন এসি মিলানকে

স্পোর্টস ডেস্ক: বয়স মাত্র ১৭ বছর। আর এ বয়সেই ইতিহাসের সাক্ষী হলেন এসি মিলানের এই গোলরক্ষক। জিয়ানলুইজি দোনারুমার অনন্য নৈপুণ্যে পেনাল্টি শুটআউটে যুভেন্তাসকে ৪-৩ গোলে হারিয়ে ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতেছে এসি মিলান। দোনারুমা যখন করছেন শিরোপা উদযাপন অন্যপ্রান্তে তখন হতাশ ইতালিয়ান কিংবদন্তী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।

নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে ড্র থাকার পর খেলা গড়ায় শুটআউটে, দোনারুমা ম্যাচে একাধিকবার যুভেন্তাসকে হতাশ করেন। এর মাঝে দ্বিতীয়ার্ধে স্যামি খেদিরার দূর পাল্লার শটে বল বিপদমুক্ত করাটা ছিল উল্লেখয়োগ্য। আর শুটঅআউটের পঞ্চমটিতে ডাইভ দিয়ে এক হাতে তিনি রুখে দেন উঠতি আর্জেন্টাইন তারকা পওলো দিবালার শট।

বিশ্বসেরা গেলরক্ষকদের অন্যতম বুফন, যিনি দোনারুমার ২১ বছর সিনিয়র দেখলেন তার যোগ্য উত্তরসূরীকে। গত বছর এসি মিলান কোচ সিনিসা মিহাইলোভিচ দোনরুমাকে তার প্রথম একাদশে ঠাঁই দেন। ১৬ বছর বয়সে সিরি আ’তে খেলা তাও আবার এসি মিলানে, ব্যাপক আলোচনা হয় এই কিশোরকে নিয়ে। কিন্তু সেই কিশোর যে আসলেই আগামির তারকা তার প্রমাণ রাখতে তিনি দলকে এনে দেন একটি শিরোপা।

‘আমি এখন হতবাক, কি বললো জানি না, আমার মাথা কাজ করছে না’ এমনটিই ছিল দোনারুমার তাৎক্ষনিক প্রতিক্রিয়া।  
২৪ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে