শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬, ০২:১১:৫৪

বোথাম-ক্যালিসের পাশে মুসলিম ক্রিকেটার মঈন আলী

বোথাম-ক্যালিসের পাশে মুসলিম ক্রিকেটার মঈন আলী

স্পোর্টস ডেস্ক: বেশ নীরবেই দারুণ এক রেকর্ডের মালিক হয়েছেন এই ইংলিশ মুসলিম ক্রিকেট অলরাউন্ডার মঈন আলী। টেস্ট ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে হাজার রান ও ৩০ উইকেট—জ্যাক ক্যালিস ও ইয়ান বোথামের মতো তারকাদের পর এমন কীর্তি তাঁরই।

এমন কীর্তি প্রথম গড়েছিলেন মঈনের স্বদেশি বোথাম। ১৯৮২ সালে তাঁর রান ছিল ১ হাজার ৯৫। উইকেট পেয়েছিলেন ৪৭টি। দক্ষিণ আফ্রিকার ক্যালিস ২০০১ সালে ১ হাজার ১২০ রানের পাশাপাশি উইকেট তুলে নিয়েছিলেন ৩৫টি।

মঈনের হাজার রান ও ৩০ উইকেটের কীর্তি ১৭ টেস্টে। বোথামের লেগেছিল চারটি টেস্ট কম—১৩ টেস্ট। ক্যালিস ১৪ টেস্ট খেলে নিজের রেকর্ডটি করেছিলেন। ২০১৬ সালে ইংল্যান্ডের খেলা ১৭টি টেস্টেই খেলেছেন মঈন।

মঈনসহ এ বছর হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন পাঁচ ক্রিকেটার। মঈন করেছেন ১ হাজার ৭৮ রান। হাজার রান করা অন্য চার ক্রিকেটার হচ্ছেন ইংল্যান্ডেরই জো রুট (১ হাজার ৪৭৭ রান), জনি বেয়ারস্টো ( ১ হাজার ৪৭০ রান) ও অ্যালিস্টার কুক ( ১ হাজার ২৭০ রান)। তাঁদের একমাত্র ভিনদেশি সঙ্গী ভারতের বিরাট কোহলি (১ হাজার ২১৫ রান)।

পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা বাদে টেস্ট খেলুড়ে বাকি সব দেশই বছরের শেষ টেস্টটা খেলে ফেলেছে। তবে এক পঞ্জিকাবর্ষে হাজার রান করার সম্ভাবনা এখনো আছে পাকিস্তানের আজহার আলী ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের। আজহারের রান ৯৫০, স্মিথের ৯১৪। সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।
২৪ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে