শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬, ০৩:১০:২০

কিউদের বিপক্ষে সর্বশেষ ৮ বারের দেখায় ৭ বারই জিতেছে বাংলাদেশ, এবারো প্রত্যাশা টাইগার মুশফিকের

কিউদের বিপক্ষে সর্বশেষ ৮ বারের দেখায় ৭ বারই জিতেছে বাংলাদেশ, এবারো প্রত্যাশা টাইগার মুশফিকের

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে দেশাটিতে অবস্থান করছে বাংলাদেশ।

ক্রাইস্টচার্সে সোমবার বাংলাদেশ সময় ভোর চারটায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কিউইদের বিপক্ষে মাঠে নামবে টা।

নিউজিল্যান্ডের মাটিতে এখনও কিউইদের হারাতে পারেনি বাংলাদেশ। তবে ওয়ানডেতে সর্বশেষ আটবারের দেখায় নিউজিল্যান্ডকে সাতবার হারিয়েছে টাইগাররা। এই সাতটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। তবে, বিদেশের মাটিতেও সেই জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। এমনই আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেটের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

মুশফিকুর রহিম তার ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে লিখেছেন, ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ আটবারের দেখায় সাতবার জিতেছে বাংলাদেশ। যদিও এই জয়গুলো ঘরের মাটিতে এসেছে। কিন্তু বিদেশের মাটিতেও টাইগাররা এই পারফরম্যান্স ধরে রাখতে চায়। ইনশায়াল্লাহ!

এই সফরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে মাশরাফি-মুশফিকরা। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬, ২৯ ও ৩১ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩, ৬ ও ৮ জানুয়ারি। প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ১২ জানুয়ারি। আর দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ২০ জানুয়ারি।
২৪ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে