মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ০৩:২৭:২০

ঢাকায় ক্রিদেশীয় সিরিজের আভাস, আসবে ভারত-পাকিস্তান

ঢাকায় ক্রিদেশীয় সিরিজের আভাস,  আসবে ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের ডিসেম্বরে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভিন্ন দিকে গড়াচ্ছে এই সিরিজ। দ্বিপাক্ষীয় সিরিজের দিকে গড়াতে পারে এটি। এখন ঢাকায় ‘বাংলাদেশ-ভারত-পাকিস্তানের’ক্রিদেশীয় সিরিজ হওয়ার আভাস পাওয়া গেল।

আর ভারত ও পাকিস্তানের মাঝে অতিথি হচ্ছে বাংলাদেশ! ডিসেম্বরের প্রথম দিকে বিপিএল থাকায় এ মাসের শেষ সপ্তাহে মাঠে গড়াতে পারে বিপিএলের আসর। বিসিসিআইয়ের সচিব অনুরাগ ঠাকুর দুবাইয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খানের সাথে বৈঠক করেছেন।

দ্বিপাক্ষীয় সিরিজ নিয়ে কোনো কথা হয়নি। পরে ত্রিদেশীয় সিরিজের কথা আসছে। সেখানে উঠে আসে তৃতীয় দেশ হিসাবে বাংলাদেশের অংশ গ্রহনের কথা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ভাষ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগ্রহ প্রকাশ করলে ঢাকায়ও বসতে পারে এই আসর।
১৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে