মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ০৩:২৯:১২

ওয়াকার ইউনুসকে মারতে গিয়েছিলেন আহমেদ শেহজাদ!

ওয়াকার ইউনুসকে মারতে গিয়েছিলেন আহমেদ শেহজাদ!

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট মানেই বির্তক, নতুন কোন ঘটনার সৃষ্টি। কখনবা নিজ দলের অধিনায়কের সঙ্গে বির্তকে জড়িয়ে পড়া আবার কখনওবা ম্যাচ চলাকালীন আম্পায়ারের সঙ্গে। এবার পাকিস্তানী ক্রিকেট টিমকে নিয়ে নতুন বির্তক ছড়িয়ে দিলেন দেশটির ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ইজাজ বাট।

তিনি জানালেন, ২০১৫ বিশ্বকাপের আগে এক অনুশীলন সেশনে কোচ ওয়াকারের উপর চড়াও হয়েছিলেন ওপেনিং ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। আর এই বাজে পরিস্থিতির দায়ে বিশ্বকাপের আগেই ওয়াকার পদত্যাগ করতে চেয়েছিলেন।

ওই ঘটনা বিস্তারিত বলতে গিয়ে ইজাজ বাট বলেন, ‘ওয়াকার ইউনুস সুপারিশে পাকিস্তানের কোচ হয়েছেন এমন যুক্তি তুরে পাকিস্তানের একজন খেলোয়াড় (আহমেদ শেহজাদ) তাকে অপমান করেছিল। আর এ নিয়ে দু’জনের মাঝে এ পর্যায়ে হাতাহাতিও বেঁধে গিয়েছিল।’

তখনকার ম্যানেজার নাভিদ আকরাম চিমা বোর্ডের কাছে এই ব্যাপারে রিপোর্ট পেশ করেছিলেন। আর এরপরই পদত্যাগের সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন ওয়াকার।
আর তখন ঘটনাটি সামাল দেয়ার দায়িত্ব আসে ইজাজ বাটের কাঁধে। তিনি বললেন, ‘পিসিবি সভাপতি শাহরিয়ার খান আমাকে ঘটনাটি খুলে বলেন, এবং ওয়াকারকে বুঝিয়ে ফিরিয়ে আনতে অনুরোধ করেন। ততক্ষণে ওয়াকার বোর্ডে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিল।’

২০০৮ থেকে ২০১১ সাল অবধি পিসিবি সভাপতির দায়িত্ব পালন করা ইজাজ কথা বলেছিলেন শেহজাদের সাথেও। আর বিশ্বকাপ চলাকালেই, গণমাধ্যমগুলোতে বার বার আসছিলো যে শেহজাদ ও উমর আকমল সহ আরও কয়েকজন খেলোয়াড়ের সাথে ঝামেলায় জড়িয়েছেন কোচ।

বিশ্বকাপের পর কোচ ওয়াকার এবং দলের অধিনায়ক মিসবাহ উল হক এই দুই খেলোয়াড়কে জাতীয় দলের জন্য বিবেচনা না করতে বোর্ডের কাছে সুপারিশ করেন। তাদের ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হয়, এবং জানিয়ে দেয়া হয় যে শৃংখলা ও আচরণে পরিবর্তন না আনলে জাতীয় দলের দুয়ারটা বন্ধই থাকবে। সূত্র : জি নিউজ  
১৩ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে