শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬, ০৯:২৮:৫২

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেই সরাসরি বিশ্বকাপে টাইগাররা

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেই সরাসরি বিশ্বকাপে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-নিউজিল্যান্ড মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের উপর টাইগারদের অনেক কিছু নির্ভর করছে। এই সিরিজে জয় পেলেই আইসিসি র‍্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে থাকা টাইগাররা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে।

টাইগারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে থাকা পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সাথেও দূরত্ব বাড়বে বাংলাদেশের। আর সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করতে পারলে ১০০ পয়েন্ট নিয়ে সরাসরি টিকেট মিলবে ২০১৯ বিশ্বকাপের।

অন্যদিকে সিরিজটি ২-১ ব্যবধানে জিতলে বাংলাদেশের পয়েন্ট ৯৫ থেকে বেড়ে দাঁড়াবে ৯৭, নিউজিল্যান্ডের কমে আসবে ১০৭ এ।

বাংলাদেশ দল হোয়াইটওয়াশ হলে পয়েন্ট কমে ৯১ তে আসবে। আবার নিউজিল্যান্ড দল ২-১ এ সিরিজ জয় করলে বাংলাদেশের পয়েন্ট ৯৫ থেকে যাবে। কিউইদের হবে ১০৯।

সেই সাথে শ্রীলঙ্কা-দক্ষিন আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজে আবার শ্রীলঙ্কার জয় পরাজয়ের উপর নির্ভর করবে বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে ষষ্ট স্থানে উঠে আসা।

উল্লেখ্য, গত বছর ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিন আফ্রিকাকে হারিয়ে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মত সুযোগ করে নিয়েছিল মাশরাফির বাংলাদেশ।

আরেকবার টাইগারদের সামনে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ এসেছে। কিউইদের হোয়াইটওয়াশ করতে পারলেই ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। ব্যর্থ হলে টাইগারদের অপেক্ষা বাড়বে।
২৪ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে