মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ০৩:৩২:১৩

পাকিস্তান সুপার লিগে খেলবেন অস্ট্রেলিয়ার সেই ঝড়ো ব্যাটসম্যান

পাকিস্তান সুপার লিগে খেলবেন অস্ট্রেলিয়ার সেই ঝড়ো ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো এবার পাকিস্তানেও শুরু হতে যাচ্ছে এই ধরণের ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ফেব্রুয়ারিতে দুবাই ও শারজায় অনুষ্ঠিতব্য পাকিস্তান সুপার লিগ নামের এই টুর্নামেন্টে দেশি বিদেশি অনেক খেলোয়াড়ই খেলার সাড়া দিয়েছে। তার মধ্যে অস্ট্রেলিয়ার কিংবদন্তী ঝড়ো ব্যাটিং সেন ওয়াটসন অন্যতম। শেন ওয়াটসনের খেলার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে ১৫২তম বিদেশী খেলোয়াড় হিসেবে পিসিএল এর সম্মতি পত্রে স্বাক্ষর করেছেন ওয়াটসন। আগামী ডিসেম্বরে পিএসএল আয়োজক কর্তৃপক্ষ খেলোয়াড়দেও নিলাম আয়োজন করতে যাচ্ছে। এখন পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিটি দলে চার থেকে পাঁচজন বিদেশী খেলোয়াড় মাঠে থাকতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

পিসিবি চেয়ারম্যান ও পিসিএল এর প্রধান নাজাম শেঠী জানিয়েছেন ওয়াটসনের চুক্তির মাধ্যমে পিএসএল একটি ভিন্ন মাত্রা পাবে। শেঠী আরো জানিয়েছেন পিএসএল এর ড্রাফট প্রক্রিয়ায় পিএসএল হয়তবা একটি বিশেষ ক্যাটাগরীর অনুমতি দিতে পারে যেখানে একজন বিদেশী খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ দুই লক্ষ থেকে দুই লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার বরাদ্দ থাকবে। এর আগে প্রাথমিকভাবে পিসিবি ঘোষনা দিয়েছিল একজন বিদেশী খেলোয়াড়ের সাথে চুক্তির জন্য ২৫ হাজার ডলার হতে সর্বনিম্ন ভিত্তিমূল্য। আর এর সর্বোচ্চ পরিমান হবে দেড় লাখ ডলার। কিন্তু সূত্রমতে জানা গেছে সম্মতি পত্রে স্বাক্ষরিত বেশ কয়েকজন খেলোয়াড়ই এর থেকে বেশী অর্থ দাবী করেছে। বিশেষ করে যারা ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছে তাদের দাবীটা একটু বেশী বলে জানা গেছে। একারনেই বিদেশী খেলোয়াড়দের জন্য বিশেষ ক্যাটাগরীতে ভিত্তি মূল্য বাড়িয়ে দেয়া হয়েছে বলে শেঠী জানিয়েছেন। বাসস।
১৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে