শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬, ১০:২৩:০৩

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ক্রিকেটার রবিউল

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ক্রিকেটার রবিউল

আল-মামুন: বল হাতে এখন মাঠ দাবড়িয়ে বেড়ানো কথা ছিলো তার। কিন্তু কিডনি বিকল হয়ে যাওয়ায় এবং ফুসফুস জনিত সমস্যার কারণে রবিউল আলমকে এখন লড়তে হচ্ছে জীবনের সাথে। মোহাম্মদপুরের সেন্ট্রাল হাসপাতালের আইসিউতে কৃত্রিম অক্সিজেনে বাঁচিয়ে রাখা হয়েছে কুমিল্লার এই তরুণ ক্রিকেটারকে।

মাস চারেক আগেও রবিউলের চোখেমুখে স্বপ্ন ছিলো দেশসেরা পেস বোলার হওয়ার। মাশরাফি বিন মুর্তজাকে নিজের আইডল হিসেবে নেয়া এই ক্রিকেটার নিজেকে সেভাবে গড়ে তুলছিলেন।

বিপিএলের ঠিক আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ট্রায়ালে ভালো করেছেন। মালিক পক্ষ রবিউলকে দলে নেওয়ার আশ্বাসও দিয়েছেন। কিন্তু হঠাৎ সবকিছু যেন এলোমেলো হয়ে যায়।জীবন মৃত্যূর সন্ধিক্ষণে ক্রিকেটার রবিউল

গতবছর কুমিল্লা জেলা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়ে লিগ সেরা বোলারের খেতাব পান রবিউল। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ‘মানিগ্রাম পেসার হান্টে’ কুমিল্লা অঞ্চলের সেরা বোলার নির্বাচিত হন। তারও অনেক আগে ২০১০/১১ মৌসুমে ঢাকায় এসে তৃতীয় বিভাগে ব্রাদার্স ও কলাবাগানে খেলে গেছেন।

গত আগস্টে ক্রিকেট খেলা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন রবিউল। পরিবারের কাছে খবর এলে চিকিৎসার জন্য দ্রুত কুমিল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এনে ল্যাবএইডে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর ফের কুমিল্লায় নিয়ে যাওয়া হয়।

বাড়িতে ফিরে কিছুদিন সুস্থ থাকার পর ফের শয্যাশায়ী হন তরুণ এই ক্রিকেটার। চিকিৎসার জন্য আবার ঢাকায় এনে সোহরাওয়ার্দী হাসপাতালের বিপরীতে কেয়ার মেডিকেলে কিছুদিন ট্রিটমেন্ট করা হয়। ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভারতের মাদ্রাজ নিতেও কার্পণ্য করেনি রবিউলের পরিবার।

অবশেষে জানা যায় রবিউলের একটা কিডনি বিকল হয়ে গেছে, এমনকি ফুসফুসেও সমস্যা আছে। দ্রুত কিডনি পুনঃস্থাপন না করা হলে যে কোনো সময় নিভে যাবে বরিউলের জীবন প্রদীপ। ভেস্তে যাবে তার জাতীয় দলে খেলার স্বপ্ন।

চিকিৎসার জন্য ইতিমধ্যে ১৫ থেকে ১৬ লাখ টাকা ব্যয় করে আসহায় হয়ে পড়েছে পরিবার। কিডনি পুনঃস্থাপন এবং ফুসফুসের সমস্যা কাটিয়ে উঠতে হলে আরো প্রায় ৩০ লাখ টাকা লাগবে। সমাজের বৃত্তবানদের একটু সহানুভূতিই বাঁচাতে পারে রবিউলের জীবন। যোগাযোগ- জাহাঙ্গীর আলম (রবিউলের বড়ভাই) মোবাইলঃ 01726842497।
২৪ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে