শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬, ১১:৩৭:০২

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মুস্তাফিজের সতীর্থ যুবরাজ

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মুস্তাফিজের সতীর্থ যুবরাজ

স্পোর্টস ডেস্ক: টি-২০ ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা রেকর্ডটি অবশ্য তার দখলে, তিনি যুবরাজ সিং। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যান মরণব্যাধি ক্যান্সার জয় করে আরার ২২ গজে ব্যাট হাতে ফিরেছেন।

২০১১  ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর বললে কম হয়ে যাবে,কারন তিনি তো বিশ্বকাপ জয়ের নায়ক। গেল আইপিএলে যুবরাজের সানরাইজার্স হায়দরাবাদ দলটিও হয়েছিল চ্যাম্পিয়ন। মুস্তাফিজ ও যুবরাজ সিংও খেলেছিলেন হায়দরাবাদে। এবারও হায়দরাবাদের  মুস্তাফিজের সতীর্থ যুবরাজ।

যাহোক, আসন্ন আইপিএল আসর বসতে এখনো অনেক ধরি। এর আগে মুম্বাইয়ে অবস্থিত সেন্ট জুড ইন্ডিয়া চাইল্ডকেয়ার সেন্টারে ক্যান্সার আক্রান্ত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ছুটে যান যুবরাজ।

সেখানে গিয়ে ক্যান্সার আক্রান্ত প্রায় ৩০ জন শিশুর সাথে মেতে ওঠেন। ফেরার পথে তার নিজস্ব ফ্যাশন কোম্পানি যুবীকনের পক্ষ থেকে সবাইকে উপহার সামগ্রী প্রদান করেন।

যুবরাজ সিং ক্যান্সার আক্রান্ত শিশুদের সাথে আড্ডার ফাঁকে বলেন, আমি সবসময় এই ধরনের পরিবেশে ছুটে যেতে চাই। কারণ এই ধরনের পরিবেশ আমার খুব ভালো লাগে। বিশেষ করে বাচ্চাদের সাথে সময় কাটানো অনেক আনন্দের।

ক্যান্সার আক্রান্ত শিশুদের নিয়ে যুবরাজ বলেন, আমরা ক্রিসমাস ডেতে কিংবা কোন উৎসবে অনেক টাকা পয়সা বিনা কারণে খরচ করি। তখন অন্ততপক্ষে এদের মতো বিপদগ্রস্থদের কথা চিন্তা করে আমাদের কিছু করা উচিৎ।

আমার জীবনের এখন একটাই লক্ষ্য ক্যান্সার আক্রান্তদের জন্য সর্বাত্মক সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া। কেননা আমাদের একটু সহযোগিতার জন্যই হয়তোবা তারা মৃত্যুর পথ থেকেও ফিরে আসতে পারে।
২৪ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে