মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ০৪:৫২:২৭

ফেসবুকে তাসকিনের নামে ভুয়া আইডি, তরুণীর সঙ্গে প্রতারণার চেষ্টা

ফেসবুকে তাসকিনের নামে ভুয়া আইডি, তরুণীর সঙ্গে প্রতারণার চেষ্টা

স্পোর্টস ডেস্ক: তারকা এবং বিশেষ ব্যক্তিদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ফেইক আইডি খুলে প্রতারণার বিষয়টি নতুন কোন বিষয় নয়। তথ্য প্রযুক্তির এই যুগে আইডি হ্যাক এবং ব্যাক্তি বিশেষের নাম ব্যবহার করে নানা রকম অপরাধ করে বেড়াচ্ছে কথিত কিছু ব্যক্তি।

এবার ফেইক আইডির কবলে পড়লেন জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। ফেসবুকে তাসকিনের নামে আইডি খুলে এক নারীর কাছে দুই লাখ টাকা দাবির অভিযোগ উঠে। বিষয়টি তাসকিন তার ভ্যারিফাই করা ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন।

সবার জ্ঞাতার্থে তাসকিন আহমেদের স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হল-

আসসালামু আলাইকুম সকলকে।
আজ সকালে অনুশীলনে যাবার সময় আমার বাসার নিচে দু’জন মেয়ে আসে। আমি বললাম- জ্বী বলেন। মেয়েটা একটা ফেক আইডি দেখিয়ে জিজ্ঞাসা করলো এইটা আমার আইডি নাকি। আমি বললাম না। তখন মেয়েটা আমাকে বলে, প্রায় ১ মাস ধরে তার সাথে চ্যাটিং ও ফোনে কথা বলছে ফেইক আইডির এই মানুষটির সাথে। মেয়েটির থেকে ২ লক্ষ টাকা চায় সেই ফেইক তাসকিন আহমেদ এবং মেয়েটি ১ লক্ষ টাকা দেবার প্রস্তুতিও নেয়। আজকেই ভাগ্যক্রমে আমার সাথে দেখা হয় এবং সে এই বিপদ থেকে বাঁচে। সবাই এমন ফেইক আইডি এড়িয়ে চলুন। আমার এই আইডি ছাড়া আর কোন ফেসবুক আইডি নেই। সবাই মেসেজটি শেয়ার করে উপকার করবেন।
ধন্যবাদ
- তাসকিন আহমেদ।
১৩ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে