স্পোর্টস ডেস্ক : সারজায় ইংলিশদের বোলিং আক্রমণে শুরুতেই একটি উইকেট হারায় পাকিস্তান। কিন্তু এখন ছন্দেই রয়েছে পাকিস্তান। মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের ব্যাটে মর্যাদার আসনে রয়েছে দলটি।
ব্যাট হাতে লম্বা ইনিংস এরই ভক্তদের উপহার দিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান হাফিজ। দীর্ঘদিন পরে টেস্ট ক্রিকেটে ফিরে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন শোয়েব মালিক। তবে মোহাম্মদ হাফিজ ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন।
৯৮ রানে আউট হয়েছেন হাফিজ। অন্যদিকে শতরান করে স্বপ্ন পূরণের পথে রয়েছেন মালিক। পাকিস্তানের দলীয় রান যখন ১৭৩ তখন আউট হন হাফিজ। মালিকের রান তখন ৭২।
হাফিজ স্কোকসের বলে এলবি ডব্লিউয়ের শিকার হন। এর আগে অ্যান্ডারশনের বলে বোল্ড হন শন মাসুদ। টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। দলীয় ৫ রানে প্রথম ধাক্কার পর বেশ দলকে এগিয়ে নিলেন দুই ব্যাটসম্যান।
১৬৮ রানের বড় জুটি গড়তে সক্ষম হন মালিক ও হাফিজ। এই সিরিজে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে ৩ টি ৫ দিনের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।
১৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর