স্পোর্টস ডেস্ক : তৃতীয় পর্বের জাতীয় লিগে অংশ নেয় আটটি টিম তথা ৮ বিভাগ। জয়-পরাজয় বেরিয়ে এসেছে ৮ বিভাগের লড়াই শেষে। তৃতীয় পর্বে বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগের বিরুদ্ধে চট্টগ্রাম স্টেডিয়ামে লড়াইয়ে নামে।
সিলেট ও রাজশাহী বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। ঢাকা ডিভিশন ও ঢাকা মেট্টো ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হয় খুলনা ও রংপুর বিভাগ।
জয় পেয়েছে খুলনা বিভাগ। হেরেছে রংপুর। অন্যদিকে ঢাকা মেট্টো জয় পাওয়ায় হারের স্বাদ পায় ঢাকা ডিভিশন। বরিশাল-চট্টগ্রাম ম্যাচটি ড্র হয়েছে। সিলেট রাজশাহী ম্যাচটিও ড্র হয়েছে।
জয় পাওয়া কোনো দলই বড় ব্যবধানে জয় পায় নি। খুলনা জয় পায় মাত্র ১৩ রানে। অন্যদিকে ঢাকা মেট্টো জয় পায় ৩ উইকেটে।
১৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর