মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ০৬:০২:১৮

পিসিএলে ঝড় তুলতে নিবন্ধন করেছেন সাকিব-তামিম

পিসিএলে ঝড় তুলতে নিবন্ধন করেছেন সাকিব-তামিম

স্পোর্টস ডেস্ক: ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) ন্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিসিএল)। পিসিবির সভাপতি নাজাম শেঠি চাচ্ছেন আইপিএল এবং বিপিএলের মত তাদের আসরটা জমজমাট করতে। আর সেই লক্ষ্যে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগও করছেন তিনি।

শোনা যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে অংশ নিতে নিজেদের নাম নিবন্ধন করেছেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। - খবর দ্য ডনের।


পিসিবির বরাত দিয়ে ডন বলছে, এখন পর্যন্ত ১৫২ জন বিদেশি খেলোয়াড় পিএসএলে খেলতে নিজেদের নাম নিবন্ধন করেছেন। এই তালিকায় সর্বশেষ সংযোজন অজি তারকা ওয়াটসন।


১৫৪ টি-টোয়েন্টিতে ৪১০৭ রান করা ওয়াটসন ৪-২৪ ফেব্রুয়ারির এই প্রতিযোগিতায় অংশ নিতে মুখিয়ে আছেন বলেও জানান পিসিবি বস।

নিবন্ধন করা তারকা খেলোয়াড়দের মধ্যে আরো আছেন- ক্রিস গেইল, কেভিন পিটারসেন, তামিম ইকবাল, সাকিব আল হাসান, গ্রান্ট এলিয়ট, কিরন পোল্যার্ড, রবি বোপারা, অ্যান্ড্রু রাসেল, লুক রাইট, ব্রাভো, দিলশান, জেমস অ্যান্ডারসন, স্যামুয়েল বদ্রি, ইয়ান বেল, ড্যারেন স্যামি, টিম ব্রেসনান, ম্যাথিউস, সুনীল নারাইন, মালিঙ্গা, থিসারা পেরেরা, টেইলর, খেমার রোচ, জেসি রাইডার, ডোয়াইন স্মিথ।

উল্লেখ্য, পিএসলের এবারের লিগ হবে আরব আমিরাতে।
১৩ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে