মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ০৬:২০:২৫

ইতিহাস ভেঙে নতুন রেকর্ড গড়লেন ইউনুস খান

ইতিহাস ভেঙে নতুন রেকর্ড গড়লেন ইউনুস খান

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ইউনুস খান একটি সমীক্ষণে প্রথম মানব হয়ে গেলেন। ইউনুস খান পাকিস্তানের টেস্ট স্পেশালিষ্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে নামেন আবুধাবিতে। এখানেই পাওয়া যায় রেকর্ডময় ইউনুস খানকে। ছয় মেরে আগের রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়েন এই পাকিস্তানি। মঈন আলীর বলকে ওভার বাউন্ডারিতে পরিণত করেই পাকিস্তানের হয়ে বিশ্বরেকর্ড গড়েন তিনি।

টেস্টে পাকিস্তানের সর্বাধিক রান সংগ্রাহক এখন তিনি। এর আগে এই রান ছিল জাবেদ মিয়াঁদাদের। ২২ বছর আগে করা জাবেদের সর্বাধিক ৮৮৩২ রান টপকে নতুন ইতিহাস সৃষ্টি করেন তিনি।  

টেস্ট ক্রিকেটে ইউনুসের গড় ৫৪ রানের উপরে। তিনি পাকিস্তানকে এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছেন। ৩৭ বছর বয়সী ইউনুসের রেকর্ডে খুশি মিসবাহ। তিনি ইউনুস খানকে অভিনন্দন জানিয়েছেন। সবাই প্রশংসায় পঞ্চমুখ করতে শুরু করেছে এই ক্রিকেটারকে।
১৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর    

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে