স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রিকেটার লু ভিনসেন্টের দেয়া তথ্যের ভিত্তিতে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ফেঁসে যাচ্ছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার দীনেশ মঙ্গিয়া।
সোমবার লন্ডন কোর্টে সাক্ষ্য গ্রহণের সময় তিনি এই তথ্য দেন।
ভিনসেন্ট দাবি তুলেন, ‘দিনেশও গ্যাং অফ ফোরের (ক্রিস কেয়ার্নস, ড্যারেল টাফি, লু ভিনসেন্ট, দীনেশ মঙ্গিয়া) সাথে কাজ করেছে। তিনি সবই জানেন এবং সাথে ছিলেন।’
ভিনসেন্ট আরো বলেন, ‘সে সময় আমি মানসিকভাবে বেশ হতাশ ছিলাম এবং আমি এমন একটা গ্যাংয়ের সাথে কাজ করতে পেরে খুশি হয়েছিলাম।’
তবে ভারতীয় ক্রিকেট দলের সাবেক ওই খেলোয়াড় তার বিরুদ্ধে আনা অভিযোগকে সরাসরি না করে দেন।
তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় বলে দাবি তুলে তিনি বলেন, ‘সে (ভিনসেন্ট) যা বলেছে তা সত্যি নয়। আমি ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত না। আমি আইসিএলএ (ইন্ডিয়ান ক্রিকেট লিগ) শুধু চন্ডিগড় লায়নসের সাথে খেলেছি বাকি আর কিছুই জানিনা। আমি জানিনা তারা দলে থেকে কি করেছে।’
২০০৮ সালে আইসিএলএ ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল নিউজিল্যান্ডের লু ভিনসেন্ট সহ আরো তিন ক্রিকেটারের বিরুদ্ধে। তারই শুনানি চলছে লন্ডন কোর্টে। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া
১৩ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু