মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ০৭:৫৬:২৩

ম্যারাডোনাকে বুকে টেনে শিশু সেবার সুযোগ দিল ইংল্যান্ড

ম্যারাডোনাকে বুকে টেনে শিশু সেবার সুযোগ দিল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: যত দিন পৃথিবীতে ফুটবল নামক খেলাটির প্রচলন থাকবে ঠিক ততদিন ফুটবল বিশ্ব স্বরণে রাখবে দিয়েগো ম্যারাডোনার হাত দিয়ে গোল করা বির্তকিত গোলটি। ১৯৮৬ সালে বির্তকিত গোলটির জন্য  ম্যারাডোনাকে শত্রুর কাতারে রেখেছেন ইংল্যান্ড। এবার সেই ইংল্যান্ড কিনা শত্রুকে বুকে টেনে নিয়ে শিশুদের কল্যাণে কাজ করার সুযোগ করে দিচ্ছেন।

যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধি হিসেবে কাজ করতে যাচ্ছেন আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। বৃটিশ রাজতন্ত্র সমর্থিত একটি সংগঠনের প্রধান হিসেবে শিশুদের সাহায্যে কাজ করবেন তিনি।

প্রকাশিত এক ভিডিও বার্তায় মাধ্যমে ম্যারাডোনা জানান, ইংল্যান্ডের একটি বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে তিনি শিশুদের জন্য কাজ করার সুযোগ পাচ্ছেন। আর এ জন্য রানী এলিজাবেথকেও ধন্যবাদ জানান ম্যারাডোনা।


ম্যারাডোনা বলেন, ‘আমি রাণী ও যুক্তরাজ্য পার্লামেন্টকে ধন্যবাদ জানাই। আর বলতে চাই তাদের দেওয়া ল্যাটিন আমেরিকা ফাউন্ডেশনের হয়ে কাজ করতে আমি আগ্রহী। আসলে ৫৫ বছর বয়সে এটা আমার জন্য সেরা উপহার।’


রাণীকে উদ্দ্যেশ করে তিনি আরও বলেন, ‘আমার জীবনের কঠিন সংগ্রামের পর আপনি আমাকে সম্মানিত করেছেন। এই সম্মানটি আমি চেয়েছিলাম। আশা করি ল্যাটিন আমেরিকার শিশুরা আমার সঙ্গে থেকে দারুণ সময় উপভোগ করবে। আর আমাকে এই পদে বসানোর জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ।’


ম্যারাডোনা আরও যোগ করেন, ‘আমি নিজেকে ন্যায়বান মনে করি, আর দুর্নীতিগ্রস্থ মানুষের জায়গা আমার কাছে নেই। আমি শিশুদের জন্য সেরা কাজটিই করতে চাই। আমরা তাদের মুখে হাসি দেখতে চাই আর এটাই আমাদের কামনা। এই কাজে কোনোরকম দুর্নীতি হবে না, এ ব্যাপারে আমি আপনাকে নিশ্চিত করছি। বৃটিশ পার্লামেন্ট ও রাণীর প্রতি আমার কৃতজ্ঞতা রইল।’
১৩ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু
 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে