স্পোর্টস ডেস্ক: কে এগিয়ে? মেসি, নাকি নেইমার? এ নিয়ে বির্তক চলছে দুই তারকা সেই উথানের শুরু থেকেই। ভক্ত-সর্মথকদের মাঝে এ নিয়ে চলছে তর্ক-বির্তক। যা চলবে যুগ যুগ ধরে।
তবে এবার মেসিকে নিয়ে নেইমার শুনালেন ভিন্ন কথা। যা শুনে হয়তো মন খারাপ হতে পারে তার ভক্তদের। নেইমার জানালেন, ‘গত মৌসুমে বার্সেলোনাকে ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা মেসিই এবারের ব্যালন ডি’অরের সবচেয়ে যোগ্য ব্যক্তি। তাই আগামী বছরের জানুয়ারিতে বহুল প্রতিক্ষীত এই পুরস্কারটি শেষ পর্যন্ত মেসির হাতে উঠবেই বলে বিশ্বাস নেইমারের।’
তবে নেইমারের বাজি সতীর্থ মেসিকে নিয়েই। তিনি বলেন,‘মেসিই ফেবারিট। এই বছর ব্যালন ডি’অর মেসির জন্যই সংরক্ষিত রয়েছে। বিশ্বের সেরা খেলোয়াড়ের নাম ইতোমধ্যেই সবার জানা হয়ে গেছে, বাকি রয়েছে শুধু আনুষ্ঠানিক ঘোষনার। পুরো মৌসুমে সে যা করেছে তাতে এবারের পুরস্কারটা তারই প্রাপ্য। তবে বলা যায়না একদিন আমিও এই পুরস্কার জিততে পারি। অবশ্যই আমি শীর্ষ তিন খেলোয়াড়ের মধ্যে থাকতে চাই। এটা অবশ্যই আমার জন্য একটি বিশাল প্রাপ্তি হবে।’
হাঁটুতে চোট পেয়ে প্রায় দু’মাসের জন্য মাঠের বাহিরে রয়েছেন আর্জেন্টিনার গ্রেট তারকা। আর তাই পুরো দায়িত্ব এসে পড়েছে নেইমারের উপর।
এ সম্পর্কে নেইমার বলেছেন, ‘ছোটবেলা থেকেই দায়িত্ব গ্রহণের ব্যপারে আমি কোন দ্বিমত করিনি। সান্তোস কিংবা জাতীয় দল কোন জায়গায় আমি ভয় পাইনি। কিন্তু এখানকার পরিস্থিতি ভিন্ন। আমরা নিজেদের দায়িত্ব সম্পর্কে জানি। সতীর্থদের সহযোগিতা করার জন্য যা কিছু করা প্রয়োজন আমি করবো। কঠিন জানলেও চ্যালেঞ্জ নিয়ে আমি কখনই ভীত নই। আশা করছি খুব শিগগিরই লিও সুস্থ হয়ে মাঠে ফিরে আসবে।’
১৩ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু