মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ০৮:২৯:২৩

অপ্রত্যাশিত হার দিয়ে কাল মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

অপ্রত্যাশিত হার দিয়ে কাল মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: জনপ্রিয়তায় প্রায় সমানে সমান, বিশ্বকাপ বাছাইয়ের শুরুটাও আর্জেন্টিনা-ব্রাজিলের অভিন্ন। অপ্রত্যাশিত হার দিয়ে দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনা কাল ভিন্ন ম্যাচে মাঠে নামছে। ব্রাজিলের প্রতিপোক্ষ ভেনেজুয়েলা আর আর্জেন্টিনা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। এছাড়া ইকুয়েডর-বলিভিয়া; উরুগুয়ে-কলম্বিয়া-পেরু-চিলি মুখোমুখি হবে।

সবশেষ রেকর্ডটা খুজে বেড় করতে পাড়ি দিতে হবে ৪৬ বছর আগে, যেবার হার দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করেছিল আলবিসেলেস্তেরা। এবার মার্টিনোর দলকে সে স্বাদ দিল ইকুয়েডর। ম্যাচ হারের সাথে আর্জেন্টিনা হারিয়েছে অ্যাগুয়েরোকে। আর তাই স্পটলাইটে এল অ্যাপাচি কার্লোস তেভেজ। শেষ পাচ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে অপরাজিত আর্জেন্টিনা বল জালে জড়িয়েছে ২০ বার। দু দলের শক্তির পার্থক্য বোঝাতে এই একটা পরিসংখ্যানই যথেষ্ট।

অন্যদিকে, ব্রাজিল আতিথ্য দেবে ভেনেজুয়েলাকে। এ ম্যাচেও কোচ কার্লোস দুঙ্গা পবেননা নিষেধাজ্ঞায় থাকা সুপারস্টার নেইমারকে। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার বাছাইপর্ব হার দিয়ে শুরু করা সেলেসাওদের বাড়তি চিন্তা দাভিদ লুইজের গোরালির ইনজুরি। তবে স্বাগতিকদের অনুপ্রেরণা ভেনেজুয়েলার বিপক্ষে ট্র্যাক রেকর্ড। সবশেষ দশ ম্যাচে মাত্র দুটায় হার ব্রাজিলের।
১৩ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে