স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের হয়ে অভিষেকেই বিশ্বকে তাক লাগানো মোহাম্মদ আমিরের বহুদূর এগোনোর স্বপ্নটা দুঃস্বপ্নে রুপ নিল ফিক্সিং নামক মরণ ব্যাধির ফাঁদে পড়ে। যার ফলে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটে অংশ গ্রহন করতে পারেননি পাকিস্তানের এই নব্য তারকা।
পাঁচবছর ক্রিকেট থেকে নির্বাসিত হলেও আমিরের বোলিং-ধারে মোটেও মরিচা পড়েনি। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরে আমির যেন তারই প্রমাণ দিয়ে চলেছেন। একের পর এক ম্যাচে উইকেট উৎসবে মেতে উঠছেন তিনি।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট আসর কায়েদ-ই-আজম ট্রফি জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ইন্টার ডিপার্টমেন্ট কোয়ালিফাইং টুর্নামেন্টে সুই সাউদার্ন গ্যাস (এএসজিসি) কোম্পানির হেয়ে খেলছেন আমির। এএসজিসি ও পিআইএ’র মধ্যকার ৪ দিনের ম্যাচের দ্বিতীয়দিন ছিল সোমবার। এ দিন নির্ধারিত ওভারের খেলা শেষে আমির শিকার করেছেন ৫ উইকেট।
আসরে মোট ৪ ম্যাচ খেলে ইতোমধ্যে ৩৪ উইকেট শিকার করেছেন আমির। এর মধ্যে একটি ইনিংসে ৭ উইকেটও নিয়েছিলেন তিনি। সূত্র : ডন
১৩ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু