স্পোর্টস ডেস্ক: ভারত সফরে দলের বেশির ভাগ খেলোয়াড় খারাপ করলেও লিটন দাসের ব্যাট মাঝে মাঝে হাসতে চেয়েও হাসেনি। তবে ক্রিকেট বোদ্ধারা মনে করছেন অচিরেই বাংলাদেশ ক্রিকেট এই ব্যাটসম্যান থেকে ভালো কিছু দেখতে পাবে। সব ফরম্যাটে অভিষেক হওয়া বাংলাদেশি এই খেলোয়াড় এখন নজর দিচ্ছেন লম্বা ইনিংস দিকে।
‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে লম্বা ইনিংস খেলার বিষয়টি নিয়ে রীতিমতো ভাবছেনও প্রতিভাবান এই ব্যাটসম্যান, ‘হ্যাঁ এটা নিয়ে একটু ভাবছি যে অনেকদিন আসলে লম্বা ইনিংস খেলা হচ্ছে না। ৫০ বা ৬০ হওয়ার পরই আউট হচ্ছি। চিন্তা আছে এটা নিয়ে। যদি সুযোগ আসে খেলার চেষ্টা করব।’
শট খেলতে পছন্দ করেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। এই বেশি শট খেলার প্রবণতাই কি লম্বা ইনিংস খেলতে দিচ্ছে না? লিটন অবশ্য এমন মনে করেন না, ‘আমি ছোট থেকেই এভাবে খেলে আসছি। এবং এইভাবেই পাঁচটা সেঞ্চুরি আছে আমার। আমি মনে করেনি না এটা শট খেলার জন্য হচ্ছে। এইভাবেই রান হয় আবার এইভাবেই মানুষ আউট হয়। হচ্ছে না হয়ে যাবে।’
দক্ষিণ আফ্রিকা সিরিজটা অনেক চ্যালেঞ্জের হবে বলে মনে করে বাংলাদেশি এই উদীয়মান ব্যাটসম্যান। তবে তিনি মনে করছেন, ‘ আমার জন্য সব ম্যাচই সমান গুরুত্বের। তাই চেষ্টা করবো সিরিজকে গুরুত্ব দিয়ে খেলতে।’
১৩ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু