মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ১১:০৩:০৯

যে কাজটি না করলে শচীনের মা তাকে কখনই ভাত খেতে দিতেন না

যে কাজটি না  করলে শচীনের মা তাকে কখনই ভাত খেতে দিতেন না

স্পোর্টস ডেস্ক: সোমবার দক্ষিণ এশিয়ার স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে ইউনিসেফের পরিচ্ছন্নতা প্রকল্প ‘ওয়াশ ইন স্কুল’-এর উদ্বোধন করলেন ভারতের ক্রিকেট আইকন শচীন টেন্ডুলকার। মুলত অপরিচ্ছন্নতার কারণে দক্ষিণ এশিয়ায় শিশু মৃত্যুর হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর সেই হার ঠেকাতে ইউনিসেফের এই স্কুলভিত্তিক সচেতনতা প্রকল্প ।

শ্রীলঙ্কার স্থানীয় একটি হোটেলে ছোট্ট ছেলে মেয়েদের অসুখ ঠেকাতে খাওয়ার আগে হাত ধোয়ার পরামর্শ দিলেন সচীন, শেখালেন সাবানের ব্যবহার। বললেন, “আমার মা কখনই হাত না ধুয়ে খেতে দিতেন না। সব শিশুদেরই এই অভ্যাস শেখানো উচিত।”

খুদেদের হাতধোয়া শিখিয়ে বেজায় খুশি লিটল মাস্টার। টুইট করে জানিয়েছেন “ইউনিসেফের হয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলাম। বিপক্ষে ডাইরিয়ার মত অসুখ। আর ১১জন নয়, সারা পৃথিবী আমার টিমমেট!” সূত্র : আনন্দবাজার পত্রিকা
১৩ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে