স্পোর্টস ডেস্ক : পাক-ভারত দ্বিজাতি ক্রিকেট খেলা নিয়ে তেমন কোনো আগ্রহ নেই ভারতের। এখন পর্যন্ত পাক-ভারত সিরিজের বিপক্ষেই ভারত। সে কারণেই ভারত ভিন্ন একটি পরিকল্পনার দিকে এগুচ্ছে সম্ভবত। ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পরিকল্পনা এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এমনটাই জানিয়েছে এআরওয়াই নিউজ।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির বৈঠক চলছিল দুবাইয়ে। সেখানেই ভারতীয় বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর ও পাকিস্তান বোর্ডের প্রেসিডেন্ট শাহরিয়ার খান নিজেদের মধ্যে আলোচনা করেন। সেখানে অনুরাগ জানান, ভারত অভ্যন্তরীণ কিছু ব্যাপার নিয়ে ব্যস্ত আছে। তাই ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে পরিকল্পিত ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে কথা বলা যাবে না। সূত্র থেকে জানা গেছে, ডিসেম্বরে ভারত-পাকিস্তান সিরিজ না হলে বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ করার পরিকল্পনা করেছে ভারত।
প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সাথে দ্বিজাতি ক্রিকেট খেলে না ভারত। কারণ, ওই হামলার জন্য ভারতীয়রা পাকিস্তানকে দায়ী করে। কয়েক মাস আগে ভারতীয় বোর্ডের সাথে পাকিস্তান বোর্ডের একটি সম্মতি পত্র স্বাক্ষর হয়। সেই অনুযায়ী ২০২৩ পর্যন্ত ছয়টি দ্বিজাতি সিরিজ খেলার কথা আছে দুই দলের। কিন্তু প্রথম উদ্যোগটি ভেস্তে যাওয়ার জোগাড় হয়েছে। দুই দেশের সীমান্তে উত্তেজনা আছে। তাই পাকিস্তান তাদের নিউট্রল ভেন্যু আমিরাতে ভারতের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলার প্রস্তাব দিলেও ভারতীয় পক্ষ থেকে এখনো কোনো জবাব আসেনি।
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি