বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫, ০২:১০:০২

আইসিসিতে বাংলাদেশের সেই ছাগলটি নিয়ে তোলপাড়!

আইসিসিতে বাংলাদেশের সেই ছাগলটি নিয়ে তোলপাড়!

স্পোর্টস ডেস্ক : এক প্রকারের গৃহপালিত পশু, এটা সবারই জানা। কিন্তু এ পশুটি এবার গৃহকে পাশ কাটিয়ে ভার্চুয়াল জগতেও হাজির। তাও আবার ক্রিকেটর প্রধান সংস্থা আইসিসির ফেসবুক পেইজে।

বাংলাদেশের এমন একটি ছাগলকে ক্রিকেট ইতিহাসের সাক্ষী বানালো ক্রিকেটর প্রধান সংস্থা আইসিসি। আইসিসির ফেসবুক পেইজে তোলপাড় সৃষ্টি করেছে বাংলাদেশের এই ছাগলটি। ক্রিকেটার হওয়াই কি ছাগলটির লক্ষ্য!

গত ৩০ সেপ্টেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের পাশের একটি ক্রিকেট মাঠে শিশু কিশোরদের খেলার সময় মাঠে প্রবেশ করা একটি ছাগল ক্যামেরাবন্ধি হয় আইসিসি প্রতিনিধিদের। ছবিটি আইসিসি তার ফেসবুক পেইজে আপ করে ক্যাপশন দেয় ” An unexpected point fielder”।

ক্রিকেটের প্রতি ছাগলের আগ্রহ ও ভালবাসার চিত্র খোঁজা হয়েছে এখানে। যদিও বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেট-প্রেমীদের চিত্র-বিচিত্র ও পাগলামির নানা গল্প ফুটে ওঠে এখানে। এর আগেও বাংলাদেশের বেশ কিছু বিরল ছবি পোষ্ট করা হয় এখানে।

এদিকে বাংলাদেশের সাদা বর্ণের এই ছাগলটিকে নিয়ে হাজারো মন্তব্য বিশ্বের ক্রিকেট-প্রেমীদের। ভাইরালের মত ইন্টারনেট ভুবনে ছড়িয়ে পড়ছে এই ছবিটি।
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে