বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫, ০২:২৬:৫২

কিরগিজদের কাছে আবারো হারল বাংলাদেশ

কিরগিজদের কাছে আবারো হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবল ২০১৮ ও এএফসি এশিয়ান কাপ ফুটবল সামনে রেখে মঙ্গলবার বাছাই পর্বের খেলায় স্বাগতিক কিরগিজস্তানের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠে বাছাই পর্বে হোম ম্যাচে এই কিরগিজদের কাছেই ৩-১ গোলে হেরেছিল। সেই তুলনাই এ ম্যাচটি খারাপ খেলেনি মামুনুলবাহিনী।

কিরগিজস্তানের বিশকেকে প্রচণ্ড শীতের মধ্যে ম্যাচের প্রথমার্ধে ২৭ মিনিটে লাক্সের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

ওই গোলেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে জোর লড়াই করেও শেষ মুহূর্তে আরেক গোল হজম করে লাল-সবুজের দল। ৮৯ মিনিটে কিরগিজস্তানের পক্ষে দ্বিতীয় গোল করেন আমিরভ।

এই নিয়ে বাছাইপর্বের ৫ ম্যাচের ৪টিতেই পরাজয় বাংলাদেশের। দেশের মাটিতে শুধু তাজিকিস্তানের সঙ্গে ম্যাচটি ড্র হয়। ফিরতি পর্বে আগামী ১২ নভেম্বর বাংলাদেশের পরের ম্যাচ তাজিকিস্তানের বিপক্ষে।

এ জয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের তৃতীয়স্থানে রয়েছে কিরগিজস্তান। অন্যদিকে, ৫ ম্যাচের একটিতে ড্র ও ৪টিতে হারের কারণে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নীচে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের কোচ হিসেবে ইতালিয়ান ফ্যাবিও লোপেজের এটি ছিল প্রথম প্রতিযোগিতামুলক ম্যাচ। হার দিয়েই ‘বাংলাদেশ মিশন’ শুরু হলো তার।
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে