বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫, ১০:৩৯:৩৬

মালিকের ব্যাটিং রাজত্বে অসহায় হয়ে পড়েছে ইংলিশরা

মালিকের ব্যাটিং রাজত্বে অসহায় হয়ে পড়েছে ইংলিশরা

স্পোর্টস ডেস্ক : আবুধাবির সারজা স্টেডিয়ামে দীর্ঘ ৫ বছর পরেই মাঠে নামেন শোয়েব মালিক। মাঠে নেমেই দুর্দান্ত শতক পূর্ণ করেন প্রথম দিনেই। দেশের হয়ে সবচেয়ে বড় ভুমিকা পালন করছেন শোয়েব মালিক। মালিকের ব্যাটিং রাজত্বে ইংলিশরা অসহায় হয়ে পড়েছে।

মালিক প্রথম দিনে ১২৪ রানে অপরাজিত থাকেন। দিন শেষে পাকিস্তানের রান দাঁড়ায় ২৮৬। পাকিস্তান উইকেট হারায় ৪টি। ইংল্যান্ডের বিরুদ্ধে সব মিলিয়ে উজ্জ্বল ক্রিকেট পাকিস্তানের। মালিক জ্বলে উঠেছেন বিশ্বতারকার মতই। তার ব্যাটিং রাজত্বে হাঁপাচ্ছে ইংলিশরা। এর আগে ইংলিশদের বিপক্ষে দুটি ট্যুর ম্যাচেই খারাপ খেলে পাকিস্তান। কিন্তু মূল লড়াইয়ে রাজত্ব পাকিস্তানের।

পাকিস্তানের দুই বংশোদ্ভুত ক্রিকেটার মঈন ও রশিদ সে সময় জ্বলে ওঠেন পাকিস্তানের বিপক্ষে। কিন্তু সারজা টেস্টে তারা নিস্প্রাণ। প্রথম দিনে অন্যদের তুলনায় সবচেয়ে বেশি বল করেও কোনো উইকেটের দেখা পাননি তারা।

পাকিস্তানের প্রথম ইনিংস অনেক দূর গড়ানোর সম্ভাবনা তো থাকছেই। অন্যদিকে ডাবল সেঞ্চুরি করে কীর্তি গড়তে পারেন মালিকও।
১৪ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে