স্পোর্টস ডেস্ক: পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো একের পর জয় করে নিচ্ছেন ফুটবলের নামী-দামি সব পুরস্কার। দুর্গম পথ মাড়ি দেয়ার পথে প্রতিপক্ষ খেলোয়াড়কে শত্রু না ভেবে পরিশ্রম আর অধ্যবসায়ের ফলে দেখিয়ে যাচ্ছেন নিজের শ্রেষ্ঠত্ব। ২০০৮ সালে ব্যালন ডি’র পুরস্কার অর্জনের মধ্যদিয়ে বড় ধরনের পুরস্কার তার ঘরে আসে।
এবার সেই ক্রিশ্চিয়ানো রোনালদো প্রথম ফুটবলার হিসেবে চতুর্থবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতে নতুন রেকর্ড গড়লেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। এর মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও পেছনে ফেললেন পর্তুগিজ তারকা। মেসি বার্সেলোনার হয়ে তিনবার এই পুরস্কারটি জিতেছেন।
মঙ্গলবার মাদ্রিদে এক জাকজমক অনুষ্ঠানে পর্তুগিজ সুপারস্টারের হাতে মর্যাদার এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। এসময় রিয়াল মাদ্রিদ উইঙ্গারের মা, একমাত্র পুত্র জুনিয়র রোনালদো এবং রিয়াল কোচ রাফায়েল বেনিতেজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে লা লিগায় গত মৌসুমে ৩৫ ম্যাচে ৪৮টি গোল করেন রোনালদো। ইউরোপ সেরা লিগগুলোতে যা সর্বোচ্চ। একই লিগে রোনালদোর চেয়ে তিন ম্যাচ বেশি খেলে ৪৩টি গোল করেন মেসি।
২০০৮ সালে প্রথম ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপিয়ান গোল্ডেন বুটের স্বাদ নেন রোনালদো। দু’বছর রিয়ালের জার্সি গায়ে ২০১০-১১ মৌসুমে দ্বিতীয়বারের মতো ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হন সিআর সেভেন। আর ২০১৩-১৪ মৌসুমের পর গতবারও নিজের অবস্থান ধরে রাখেন ফিফার বর্তমান বর্ষসেরা তারকা।
১৪ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু