বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫, ১২:৩০:২০

পাল্টে গেল আইসিসির আগের নিয়ম, নতুন নিয়মে যা রয়েছে

পাল্টে গেল আইসিসির আগের নিয়ম, নতুন নিয়মে যা রয়েছে

স্পোর্টস ডেস্ক : আইসিসির আগের গুরুত্বপূর্ণ নিয়মটি পাল্টে গেছে। নতুন সিদ্ধান্তের সাথে মোটা অংঙ্কের পুরষ্কার পাচ্ছে একটি ক্রিকেট খেলুড়ে দেশ। টেস্ট ক্রিকেটে অভিনব নিয়ম চালু করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আইসিসি।

২০১৬ সালে থেকে চলবে এই নিয়ম। টেস্টে সেরা দলটি পাবে ১০ লাখ ডলারের প্রাইজমানি। প্রতি বছর এই পুরষ্কার দেয়া হবে। প্রতি বছর ১ এপ্রিল টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা দলের জন্য এই প্রাইজ।

এটা ছিল ৫ লাখ ডলার। কয়েকদিন আগে দুবাইয়ে আইসিসির সভা শেষে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই বিষয়টি। ২০১৬ থেকে আইসিসি ৬ ছয়টি মহিলা দলের প্রতিযোগীতার প্রাইজমানি ৫ গুন বাড়াবে। ২০১৭ সালের মহিলা বিশ্বকাপে ১০ লাখ ডলারসহ ৪৪ লাখ ডলার প্রাইজ মানি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
১৪ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে