বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫, ০১:৩৭:৫০

শাহাদাতের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করেছিলেন

শাহাদাতের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করেছিলেন

স্পোর্টস ডেস্ক : জামিন আবেদন করলেও রেহাই পাননি ক্রিকেটার শাহাদাত হোসেন। তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছে আদালত। শাহাদাতের আইনজীবী কাজী মোহাম্মদ নজিবুল্লাহ হিরু জানিয়েছেন তার সম্পর্কে নানা দিক।

তিনি শাহাদাতের জামিন শুনানিতে বলেন, শাহাদাত দেশের সম্পদ। তাকে মুক্তি দেয়া উচিত। পরে তিনি উল্লেখ করেন প্রধানমন্ত্রীর প্রসঙ্গ। শুনানিতে হিরু বলেন, এই শাহাদাতের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও চিন্তা ছিল।

শাহাদাত অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার ব্যবস্থা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে শাহাদাতকে ৫০ লাখ টাকা খরচ করে হাঁটুর চিকিৎসা করার জন্য অষ্ট্রেলিয়াতে পাঠানোর ব্যবস্থা করেন।

হিরু বলেন, তার স্ত্রীর অপরাধে তাকে আটকে না রেখে খেলার মাঠে ফেরার সুযোগ দেয়া উচিত। পরে হিরু বলেন, তার বিরুদ্ধে আনীত আভিযোগ প্রমাণিত হলে তা জঘণ্য অন্যায় বলেই বিবেচিত হবে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেট ভালোবাসেন। শাহাদাত অসুস্থ হলে তার চিকিৎসার জন্য উদ্যোগ নিয়েছিলেন তিনি।
১৪ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে