স্পোর্টস ডেস্ক: ১৫ বছরের ক্যারিয়ারে জাভেদ মিয়াঁদাদের করা ৮৮৩২ রানের রের্কড ভেঙে পাকিস্তানের হয়ে সর্বকালের সর্বাধিক রানের রের্কডটি এখন ৩৭ বছর বয়সী ইউনুস খানের ঝুলিতে। গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং করে জাভেদ মিয়াঁদাদের ২২ বছর আগের রের্কডটি ভেঙে নতুন রের্কড গড়েন ইউনুস।
তবে এখানে থেমে থাকতে চান না পাকিস্তানি এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তার লক্ষ্য এখন ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা। মূলত ইতিহাসে টেস্টে ১০ হাজারের বেশি রান আছে ১১ জন ব্যাটসম্যানের। এখন ইউনুস খান তাদের কাতারে শামিল হতে চান।
জাভেদ মিয়াঁদাদের রেকর্ড ভেঙেই তিনি এই প্রত্যাশার কথা জানান। বলেন, ‘৮ হাজার রান পার হওয়ার পর মনে হয়েছিল জাভেদ ভাইয়ের রেকর্ড ভাঙা সম্ভব। তিনি পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সেরা একজন ব্যাটসম্যান। আমি তার মতো অতো দক্ষ ব্যাটসম্যান নই। তবে তাকে টপকে অনেক ভাল লাগছে। তাকে টপকানোর জন্য তিনি নিজেই আমাকে উদ্বুদ্ধ করেছেন। তার পরামর্শেই আমার এই রেকর্ড গড়া সম্ভব হয়েছে। তবে আমি এখানেই থামতে চাই না। পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান করতে চাই আমি। আমি বিশ্বাস করি- যদি কঠোর পরিশ্রম করি তাহলে আগামী ২/৩ বছরের মধ্যে আমার লক্ষ্যে পৌঁছতে পারবো।’
রেকর্ড গড়েও আত্মতুষ্টিতে ভুগছেন না বলে জানালেন ইউনুস খান। বলেন, ‘আমি এখনও তৃপ্ত নই। এই রেকর্ডে আমি আত্মতুষ্টিতে ভুগছি না। আমি মনে করি, আমি আরও কিছু করতে পারি। প্রতিদিন নতুন দিন, প্রতি ইনিংস নতুন ইনিংস এবং প্রতি মুহূর্ত নতুন মুহূর্ত। সুতরাং আয়েসী হওয়ার কোনো সুযোগ নেই। আমি এই দীক্ষা পেয়েছি জাভেদ ভাইয়ের কাছ থেকে।’
১৪ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু