বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫, ০২:৪৮:২০

শোয়েব মালিকের ব্যাটে বসন্ত, নাজেহাল ইংল্যান্ড

 শোয়েব মালিকের ব্যাটে বসন্ত, নাজেহাল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : প্রথমদিনের শুরুতেই ব্যাট হাতে নেন শোয়েব মালিক। খেলছেন নতুন ছন্দে। জীবনের স্বরণীয় ম্যাচ খেলার দিকে হাঁটছেন তিনি। দ্বিতীয় দিনে খেলতে নেমে এ পর্যন্ত কোনো উইকেট হারায়নি পাকিস্তান।

এর আগে ইংল্যান্ডকে ৩-০ তে হোয়াইট ওয়াশ করে লজ্জা দেয় পাকিস্তান। নিজেদের বোলিং ভাগে পাকিস্তানের বিপক্ষে এর উপযুক্ত জবাব দেয়ার মত কিছুই করতে পারেনি ইংলিশরা।

বরং শোয়েব মালিক সাক্ষী রাখতে যাচ্ছেন ইংল্যান্ডকে। শোয়েব খেলছেন ডাবল সেঞ্চুরির টার্গেটে। পাকিস্তানের রান যখন ৩৮৯ তখন প্রায় সন্নিকটে এই লক্ষ্য পূরণের।

সারজা টেস্ট যেন পাকিস্তানের হতে যাচ্ছে। পাকিস্তান ব্যাটিং ভাগে আধিপত্য দেখায়। ব্যাটে রান পাচ্ছে পাকিস্তানের ব্যাটসম্যানরা। হাফিজ সেঞ্চুরি থেকে দুই রান দূরে ছিলেন।

অন্যদিকে আসাদ শফিক হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন শোয়েব মালিকের সাথে। দ্বিতীয় দিনে ইংল্যান্ডের বোলারদের কাছে যন্ত্রনার পাত্র এই দুই জনেই। এরই মধ্যে তারা ১৩৮ রানের জুটি গড়েন।

মাঠের চিত্রটাই যেন বলছে, সারজায় শোয়েব মালিকের ব্যাটে বসন্ত, আর তাতে নাজেহাল ইংল্যান্ড ক্রিকেট টিম।
১৪ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে