বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫, ০৩:১৩:৪৩

মালিকের বদলে যাওয়ার গোপন রহস্য

মালিকের বদলে যাওয়ার গোপন রহস্য

স্পোর্টস ডেস্ক: র্দীঘ দিন পর আন্তর্জাতিক টেস্ট পিচে ফেরার সৌভাগ্য হল পাকিস্তান দলের অলরাউন্ডার শোয়েব মালিকের। সর্বশেষ তিনি সাদা জার্সিতে মাঠে নেমেছিলেন ২০১০ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে। পাঁচ বছর পরেও মাঠে নামার সুযোগ হল সেই ইংল্যান্ডের বিপক্ষে। আর মাঠে নেমেই জানান দিল পুরানো অস্ত্রে এখন জং ধরেনি তার। প্রথম ইনিংসে অপরাজিত থেকে তার সংগ্রহ এখন পর্যন্ত ১৭৫ রান।

তবে তার এমন অসাধারণ প্রত্যাবর্তন এবং বদলে যাওয়ার গোপন রহস্য ফাঁস করলেন মালিক নিজেই। বদলে যাওয়ার পুরো কৃতিত্বটাই  দিলেন স্ত্রী টেনিস তারকা সানিয়া মির্জাকে। মালিক বলেন, ‘আমি মনে করি আমার পেশাদারিত্ব দেখানোর জন্য একটা চাপ ছিল। বিশেষ করে টেনিস কোর্টে সানিয়ার সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের পর এটা খুব জরুরী ছিল।’

মালিক দাবি করেন তার এ চলার গতিটার পিছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন সানিয়া। স্বামী-স্ত্রী দু’জনই খেলাধুলার সঙ্গে জড়িত থাকার ফলে নিজেদের মধ্যে সব সময়ই এক ধরনের প্রতিযোগীতা লেগে থাকেন বলেও জানান মালিক। সূত্র : এনডিটিভি
১৪ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে