বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫, ০৩:৫১:৫৫

বিপিএলের যেসব দিক চূড়ান্ত করেছে বিসিবি

বিপিএলের যেসব দিক চূড়ান্ত করেছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : বিপিএল নিয়ে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেসব সিদ্ধান্ত নিয়েছে এসবই চূড়ান্ত। কখন শুরু হবে ম্যাচ, দিনে কয়টি ম্যাচ হবে এসব বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

নিলাম প্রসঙ্গ নিয়েও অবস্থান পরিস্কার করতে পেরেছে বিসিবি। এবার নিলামে উঠবেন ১২৩ জন দেশি ক্রিকেটার। অন্যদিকে ১৯৬ জন বিদেশি ক্রিকেটার অংশ নিবেন নিলামে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগে নিলাম পদ্ধতি উঠিয়ে দিতে চেয়েছিল। কিন্তু পরে আবার নিলাম রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়। নিলাম অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর। বিসিবি জানায়, প্রত্যেকটি দল সর্বোচ্চ ৪ জন বিদেশি ক্রিকেটার একাদশে রাখতে পারবে।

অন্যদিকে সর্বোচ্চ ১১ জন বিদেশি ক্রিকেটার স্কোয়াডে নিতে পারবে। দিনে দুটি ম্যাচ হবে। প্রথম ম্যাচটি দুপুর দুইটায়। অন্যদিকে শেষ ম্যাচটি সন্ধ্যা সাতটায় শুরু হবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর।
১৪ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে