স্পোর্টস ডেস্ক: পূর্বেই ঘোষনা করা হয়েছিল এবারের বিপিএলের প্লেয়ার নেয়া হবে ‘বাই চয়েস’ নিয়ম ফলো করে। তবে এও বলে দেয়া হয়েছিল ফ্র্যাঞ্জাইজি গুলো ইচ্ছে করলে আগে থেকে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করে চুক্তি করে ফেলতে পারবেন।
এই নিয়মের আওতায় এরই মধ্যে বিশ্বের সাত তারকার সঙ্গে চুক্তি করে ফেলেছে সাতটি ফ্র্যাঞ্চাইজি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানালেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
তিনি জানিয়েছেন, ‘শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে নিয়েছে ঢাকা ডিনামাইটস, ক্রিস গেইলকে নিয়েছে বরিশাল বুলস, চিটাগাং ভাইকিংসে আছেন তিলকারত্নে দিলশান। পাকিস্তান দলের তারকা খেলোয়াড় আফ্রিদি সিলেট ও শ্রীলঙ্কার থিসারা পেরেরা খেলবেন রংপুর ফ্র্যাঞ্চাইজির হয়ে।’
এছাড়া তিনি আরও বলেন, ‘চুক্তির দিক থেকে এগিয়ে রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা পাকিস্তানি শোয়েব মালিক ও সুনীল নারাইনের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফেলেছেন।’
১৪ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু