শনিবার, ০৭ জানুয়ারী, ২০১৭, ১০:১৮:০৩

চলতি মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ

চলতি মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: চলতি মাসের ১২, ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরে মাঠে পাঁচটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

টাইগ্রেসদের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে সোমবার বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।

এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি নিচ্ছে।

আজ (শনিবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

 ১৬ সদস্যের বাংলাদেশ দল : রুমানা আহমেদ (অধিনায়ক), জাহানারা আলম, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, শারমিন আক্তার, ফারজানা হক, নার্গিস আক্তার,  খাজিদা-তুল-কুবরা, রিতু মনি, সালমা খাতুন, শায়লা শারমিন, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, লতা মন্ডল, নুজহাত তাসনিয়া টুম্পা (উইকেটরক্ষক)।
০৭ জানুয়ারী,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে