শনিবার, ০৭ জানুয়ারী, ২০১৭, ১১:২৩:২১

প্রবাসী বাঙালিদের কাছে টাইগারদের ম্যাচ যেনো দুই ঈদ

প্রবাসী বাঙালিদের কাছে টাইগারদের ম্যাচ যেনো দুই ঈদ

স্পোর্টস ডেস্ক: টাইগারদের পরফরমেন্স বলার মতো কিছু না হলেও মাঠে এসে ঠিকই সমর্থন জুগিয়ে যাচ্ছেন নিউজিল্যান্ডে প্রবাসী বাংলাদেশিরা।

বে-ওভালের ম্যাচ দুটি টাইগারদের জন্য হতাশার হলেও এটা প্রবাসী বাংলাদেশীদের কাছে শুধু দুইটা ম্যাচ নয়, এ যেনো দুইটা ঈদ।

মাঠে এসে খেলা দেখা প্রবাসী টাইগার সমর্থকরা বলছেন: আমাদের ছেলেরা খারাপ খেলেছে তা না, সামনের খেলায় আমরা জিতবো….. ইনশাআল্লাহ।

টাইগারদের ওপর আমাদের সেই কনফিডেন্স আছে। বাইরের কনডিশনে খেলাতে আসলে অনেক সময় ভুল-ত্রুটি হয়। আমাদের বিশ্বাস আছে আগামী টি২০তে ছেলেরা ফিরে এসে জয় তুলে নেবে।

জয় না পেলেও টাইগারদের খেলায় সন্তুষ্ট অনেকেই। তারা বলছেন, টাইগারদের খেলা আমাদের ভালো লেগেছে। আসলে জয় পরাজয় আমাদের কাছে বড় কিছু না। জিতলেও বাংলাদেশ হারলেও বাংলাদেশ।

রোববারের খেলায়ও আমরা মাঠে এসেই খেলা দেখবো। টাইগারা হারলেও নিউজিল্যান্ডের থেকে বেশি ছক্কা মেরেছে। এটা টি২০ খেলা। আমরা খুব ভালোভাবেই ম্যাচটি আজকের ম্যাচটা হতে পারতো টাইগারদের জন্য কাম ব্যাকের ম্যাচ। কিন্তু সৌম্যের ফিরে আসা-সাব্বিরের দূর্দান্ত ব্যাটিংয়ের পরও হারা টাইগারদের ললাটে।

এ প্রসঙ্গে খেলা দেখতে আসা টাইগার সমর্থকরা বলছেন: আমরা আশা করেছিলাম এ ম্যাচে কামব্যাক করবো। কিন্তু সেটা হয় নাই। আজকের ম্যাচে সবচেয়ে বড় দিক ছিলো সৌম্যের ফিরে আশা। সামনের ম্যাচে আমরা ভালো কিছু আশা করছি।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচেই হেরে সিরিজ হারিয়েছে টাইগাররা। আর তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথম দুটি-ই হেরে ইতিমধ্যে টি২০ সিরিজও হার নিশ্চিত টাইগারদের।-চ্যানেল আই
০৭ জানুয়ারী,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে