রবিবার, ০৮ জানুয়ারী, ২০১৭, ০৯:৪২:৪২

শেষ ম্যাচেও বাংলাদেশকে পাহাড়সম টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড

শেষ ম্যাচেও বাংলাদেশকে পাহাড়সম টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: শেষ টি-টোয়েন্টি ম্যাচেও বাংলাদেশের সামনে বড় লক্ষ্য। এই লক্ষ্য বাংলাদেশ টপকাতে পারবে কি? বাংলাদেশকে ১৯৫ রানের টার্গেট দিয়েছে কিউইরা।

নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারশন একাই করেন ৯৪ রান। ৪১ বলে ১০টি ছক্কা ও ২টি চারের মারে এই রান করেন তিনি। ম্যাচে দেশের বোলারদের চরম ব্যর্থতা ছিলো চোখে পড়ার মত।

বাজে বোলিংয়ে শীর্ষে মাশরাফি ও সোম্য সরকার। সৌম্য এক ওভার বল করে দেন ২১ রান। মাশরাফি ৩ ওভার ২টি বল করে দেন ৪২ রান। নিউজিল্যান্ডের রানের চাকা বাড়িয়ে দিয়েছেন এই দুই ক্রিকেটার।

তবে কম নন তাসকিনও। রুবেল ও সাকিব ভালো বল করেন এদিন। রুবেল ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩টি উইকেট নেন। কিউরা ৪টি উইকেট হারায়। আর বাকিটা নেন মোসাদ্দেক।

সাকিব ৪ ওভার বল করে মাত্র ২২ রান দিয়েছেন।  অবশ্য কোনো উইকেট তিনি পাননি। কিউইদের মধ্যে কোরির পর দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেছেন অধিনায়ক কেন ইউলিয়ামশন। ১৯৫ রানের বিশাল টার্গেট মাথায় নিয়ে এখন ব্যাট করছে বাংলাদেশ।
৮ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে