বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫, ০৪:৪৭:০০

অবাক গোটা বিশ্ব, এই আনন্দ কোথায় রাখবে পাকিস্তান?

অবাক গোটা বিশ্ব, এই আনন্দ কোথায় রাখবে পাকিস্তান?

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ক্রিকেটভক্তদের জন্য উচ্ছ্বসিত হওয়ার মত খবর। পুরো বিষয়টি জানার পরে অবাক হয়ে যাবে যে কেউ। অ্যাসেজ সিরিজের টেস্ট সেসনে অস্ট্রেলিয়াকে হারায় ইংল্যান্ড।

এই ইংল্যান্ড আবুধাবিতে টেস্ট লড়াইয়ে নামে পাকিস্তানের বিপক্ষে। দীর্ঘ দিন মাঠের বাইরে থাকা এক পাকিস্তানি অবিশ্বাস্য চমক ছাড়েন এদিন। নতুন এক কাব্য রচনা করেন ব্যাট হাতে বল পিটিয়ে। অবাক গোটা বিশ্ব, এই আনন্দ কোথায় রাখবে পাকিস্তান?

সবকিছু বলার আগে অসাধারণ শব্দটি আসে সঙ্গত কারণেই। ৫ বছর পরে মাঠে ফিরেই ডাবল সেঞ্চুরিয়ার যান শোয়েব মালিক। ইংল্যান্ডের বোলাররা ক্লান্ত হয়ে যাচ্ছেন একটি উইকেটের আশায় বল করতে করতে।

২১৯ রানের ঝুটি এরই মধ্যে দলকে উপহার দিয়েছেন মালিক ও আসাদ শফিক। পাকিস্তানের রান যখন ৪৯১। তখন মালিকের ব্যাটে আসে ২২৭ রান। শফিকের ব্যাটে আসে ১০৪ রান।

এই রান পর্যন্ত দ্বিতীয় দিনে কোনো উইকেট শিকার করতে পারেনি ইংলিশ বোলাররা। প্রতিপক্ষকে হতাশ করার মত ক্রিকেট খেলছে পাকিস্তান। এখন দেখার বিষয় এটাই যে, পাকিস্তানের রানের চাকা কোথায় গিয়ে থামে। পাকিস্তান দাপটে এই টেস্ট একপেশেও হতে পারে।
১৪ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে