সোমবার, ০৯ জানুয়ারী, ২০১৭, ০৭:০২:৫১

আগামী মাসে শুরু হবে পাকিস্তান সুপার লিগ; আফ্রিদির দলে খেলবেন সাকিব-তামিম

আগামী মাসে শুরু হবে পাকিস্তান সুপার লিগ; আফ্রিদির দলে খেলবেন সাকিব-তামিম

স্পোর্টস ডেস্ক: ফেব্রুয়ারির ১২ তারিখ থেকে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসর। আর এই আসরকে সামনে রেখে এখন চলছে সব শেষ মুহূর্তের প্রস্তুতি।

শোনা গিয়েছিল এবারের পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে। আর সেটাই শেষ পর্যন্ত এটাই হচ্ছে।

আগামী বছর ৭ মার্চ দ্বিতীয় পিএসএলের ফাইনাল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই ম্যাচটি তাদের দেশের মাঠে করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

অবশ্য যে বিদেশি খেলোয়াড়রা পাকিস্তানে যেতে চাইবেন না তাদের বদলে কাদের খেলানো যায় সেই বিষয়েও একটা সিদ্ধান্ত নিয়েছে।

আর চলতি আসরের পিএসএলে শহীদ আফ্রিদির দল পেশোয়ার জালমির হয়ে খেলবেন তামিম-সাকিবরা। যদি পেশোয়ার জালমি ফাইনালে উঠে যায় সেক্ষেত্রে সেই ম্যাচ খেলতে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন তারা।

পিসিবির একজন মুখপাত্র বলেছেন, সাম্প্রতিক পরিচালনা পর্ষদ বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে যে এবারের পিএসএলের ফাইনাল লাহোরে হবে।

পিসিবি বিদেশি খেলোয়াড়দের পাকিস্তান সফরে রাজি করানোর চেষ্টা করবে। কিন্তু বাজে পরিস্থিতির কথাও আমাদের ভাবতে হচ্ছে। কোন খেলোয়াড়রা পাকিস্তানে যেতে চায় তাদের একটি নতুন তালিকা করবো আমরা।
০৯ জানুয়ারি২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে