মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭, ০১:৩৭:৩১

ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৯৬ রানে হারিয়ে বিশাল জয় পেয়েছে পাকিস্তান

ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৯৬ রানে হারিয়ে বিশাল জয় পেয়েছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: বিশাল জয় পাকিস্তানের। পাকিস্তানের ব্যাটিং ও বোলিং ছিলো ঝাঁঝালো। পাকিস্তানি বোলারদের দুর্ধর্ষ বোলারদের তাণ্ডবে ১৩৮ রানে গুটিয়ে গেলো ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ট্যুর ম্যাচে ১৯৬ রানের বড় জয় পেলো পাকিস্তান।

শুরু থেকেই অসি শিবিরে একের পর এক আঘাত হানে পাকিস্তানের দুর্ধর্ষ পেসার ও স্পিনাররা। এতে দ্রুত ধসে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন হাসান আলী। দুটি করে উইকেট তুলেন ইমাদ ওয়াসিম ও শোয়েব মালিক।

এর আগে পাকিস্তানের ৩৩৫ রানের চ্যালেঞ্জ মোকাবেলা করতে নেমে শুরুতেই ইমাদ ওয়াসিমের শিকার হন ট্রাভিস ডিন। এরপর স্যাম রাফেল। ইমাদের পর হাসান আলীর তাণ্ডব শুরু। পরপর দুটি উইকেট শিকার করেন তিনি।

এরপর ধারাবাহিক উইকেট পতনে ১৩৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া একাদশ। সকালে টস হেরে দুর্দান্ত ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে পাকিস্তান। বাবর আজম, সারজিল খান, শোয়েব মালিক ও উমর আকমলের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে ৩৩৪ রান করে দলটি।

তবে কিছুটা আক্ষেপ ছিল বাবর আজমের। মাত্র ২ রানের জন্য তিনি সেঞ্চুরি করতে পারেননি তিনি। ১২ বাউন্ডারিতে ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই তরুণ ব্যাটসম্যান।

দীর্ঘ সময় পর দলে ডাক পাওয়া উমর আকমল ঝড় বইয়ে দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে। তিনি ৩৯ বলে ৫৪ রানের একটি ইনিংস খেলেন। বাবর আজম, শারজিল খান, শোয়েব মালিকদের ভিতের ওপর দাঁড়িয়ে উমর আকমল রানের চাকা দ্রুত করেন।

শারজিল খান ৬২ রান এবং শোয়েব মালিক ৪৯ রান করে আউট হয়েছেন। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট পেয়েছেন হারপন ও গ্রিন। বাকিটি রান আউট।
১০ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে