মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭, ০৩:১০:১২

‘রোনালদোর কাছ থেকে মেসির ভদ্রতা শেখা উচিত’

‘রোনালদোর কাছ থেকে মেসির ভদ্রতা শেখা উচিত’

স্পোর্টস ডেস্ক: সোমবার সুইজারল্যান্ডের জুরিখে হয়ে আয়োজন জমকালো আয়োজন। এদিন সম্পন্ন হয় ২০১৬ বর্ষসেরা ফুটবলার পুরস্কার বিতরণী। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি বিশ্বসেরা ফুটবলার দিয়েগো ম্যারাডোনা।

তবে আলোকিত এ অনুষ্ঠানে লিওনেল মেসি ও বার্সেলোনার কেউই উপস্থিত না থাকার কারণে চটেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এ তারকা। এ অনুষ্ঠানে মূল পুরস্কার ফিফা বর্ষসেরা ফুটবলারের অ্যাওয়ার্ড জিতেছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো।

পুরস্কার মনোনয়নে ছিলেন বার্সেলোনার তারকা মেসিও। আর অনুষ্ঠানে সতীর্থ লুই সুয়ারেজ, নেইমার ও জেরার্ড পিকের সঙ্গে নিয়ে মেসির আসার কথা থাকলেও অ্যাতলেতিক বিলবারওয়ের বিপক্ষে কোপা দেল রের ম্যাচের কারণে অপারগতা জানিয়েছে বার্সা।

এ প্রসঙ্গে ম্যারোডোনা বলেন, আমি মেসির প্রতি হতাশ। ঘরে বসে টেলিভিশন দেখলে কিছুই অর্জন করা সম্ভব না। লড়তে হলে এখানে আসতে হবে। আমি জানি না এত গুরুত্বপূর্ণ একটি ইভেন্টে বার্সেলোনা কেন এলো না? তাদের সব সময় অগ্রাধিকার দেওয়া হয়।

আমার মনে হয় বার্সেলোনায় থেকে তারা যা লড়বে, এখানে এসে আরও ভালো কিছু করতে পারত। এদিকে কাতালানদের ওপর চটেছেন রিয়ালের সাবেক আইকন রবার্তো কার্লোসও। তিনি জানা বার্সার সিদ্ধান্ত ভুল ও রোনালদোর কাছ থেকে মেসির ভদ্রতা শেখা উচিত।

ব্রাজিলের সাবেক এ তারকা বলেন, লিও ও বার্সা এখানে না আসায় আমি খু্বই বিরক্ত। তাদের প্রচুর গ্রেট ফুটবলার রয়েছে আর এখানে তাদের থাকাটা দারুণ হতো। আমরা সবাই এখানে মেসি, অন্য বড় ফুটবলার ও বার্সার কোচকে এখানে দেখতে চেয়েছি।

এটা ফিফার পুরস্কার। ফিফা হলো ফুটবলের সর্বোচ্চ সংস্থা। সুতরাং সবাইকে এখানে আসা উচিত। এখানে রোনালদোর কাছ থেকেও মেসির অনেক কিছু শেখার আছে।
১০ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে