স্পোর্টস ডেস্ক: ভারত সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টি-২০ সিরিজ হেরেছে। ভারত সফরে এসে প্রবল আধিপত্য দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে ব্রায়ান লারা সেই ভারতকেই কি না বলছেন আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্ব আসরের ফেভারিট! কারণ হিসেবে লারা বলেছেন বিশ্বকাপের আসরটা যে ভারতেই হবে!
কেন ভারতকে ফেভারিট মানছেন তা ব্যাখ্যা দিয়ে লারা আরো বলেছেন, “দেশে খেলা ভারতীয় দল খুব বিপজ্জনক। এটা তারা ধোনির অধীনে ২০১১ বিশ্বকাপ জেতার পথে প্রমাণ করেছে। তাদের খেলোয়াড়রা খুবই রোমাঞ্চকর ও বৈচিত্রময়।
তাদের আমি টুর্নামেন্টের ফেভারিট ধরছি। জানি ঘরে খেলার চাপ থাকবে। আমার মনে হয়, ওদের দলের ছেলেরা পরিণত হয়েছে। আমার বিশ্বাস বিশ্বকাপ জেতার বড় একটি সুযোগ আছে তাদের।”
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে সমস্যা কমছে না। দল হিসেবেও তারা খুব বেশি এগোতে পারছে না। এই দলের মেন্টর হিসেবে নিজেকে ভাবেন কি লারা? ভাবেন হয়তো। কিন্তু লারা কিছুটা হতাশ ক্যারিবিয়ান ক্রিকেট নিয়ে, আমি যদি মেন্টর বা কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দেই তাতেও বড় কোনো পরিবর্তন আসবে না। আমার মনে হয় আমাদের সমস্যার শেকড় অনেক গভীরে।
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ