স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর তৃতীয় আসর শুরু হওয়ার অপেক্ষা ক্রমেই ছোট হয়ে আসছে। এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে বিদেশি খেলোয়াড়ের তালিকা। তাছাড়া দেশি কোন ছয় খেলোয়াড় আইনকন ক্রিকেটার হিসেবে খেলবে তাও নির্ধারণ করা হয়েছে। এবার নির্ধারণ করা হলো উদ্ধোধনী অনুষ্ঠানের তারিখ। সবঠিক থাকলে এবারের বিপিএলের জমকালো উদ্বোধন হবে আগামী ২০ নভেম্বর আর খেলা মাঠে গড়াবে ২২ নভেম্বর।
পাঁচদিন এগিয়ে এনে খেলোয়াড়দের দলবদলের কার্যক্রম ‘প্লেয়ার্স বাই চয়েস’র সময়সূচি নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।
২০১৩’র জানুয়ারি-ফেব্রুয়ারির পর দুই বছর আট মাসের লম্বা বিরতি। ম্যাচ-ফিক্সিং,শাস্তি, দেনা পাওনা নিয়ে ফ্রাঞ্চাইজি-ক্রিকেটার বিরোধের পর কঠিণ সময় পার করে নভেম্বরেই মাঠে গড়াচ্ছে বিপিএল থ্রি’র আসর। সাতের বদলে ছয় দলের মধ্যে নতুন ফ্রাঞ্চাইজি বেক্সিমকো, ডিবিএল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আনুষ্ঠানিক ঘোষণা বিপিএল গর্ভনিং কাউন্সিলের।
এবার খেলোয়াড় কেনাবেচার জন্য ডলারের ঝনঝনানির নিলাম নয়। প্লেয়ার বাই চয়েসে লাগাম পরানো হয়েছে পারিশ্রমিকের । বিদেশীদের তালিকায় আছে ৫৩ জন করে ইংলিশ ও পাকিস্তানি। শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকানরাও বিপিএল মাতাতে প্রস্তুত।
খেলোয়াড় তালিকায় আছেন ম্যাচ-ফিক্সিং’র জন্য শাস্তিপ্রাপ্ত মোহাম্মদ আমির, নাসির জামশেদ ও ইংলিশ ড্যারেন স্টিভেন্সের নাম। বিপিএল টু কলংকিত হয়েছিলো ফিক্সিং প্রহসন-প্রবঞ্চনায়। এবার তেমন কিছু হবেনা নিশ্চয়তা আয়োজকদের।
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ