স্পোর্টস ডেস্ক: চিলির কাছে ২-০ গোলে হারার এক ম্যাচ পরই নিজের জাত চেনালো ব্রাজিল। উইলিয়ানের জোড়া গোলে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে নেইমারহীন ব্রাজিল ভেনিজুয়েলাকে ৩-১ গোলে হারিয়েছে তারা। তবে বিশ্বকাপের বাছাই পর্বে প্যারাগুয়ের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন মেসিহীন আর্জেন্টিনা।
ঘরের ফোর্তেলেজায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ব্রাজিলের হয়ে দুই গোল করে জয়ের পথ দেখান উইলিয়ান। বিরতির পর ক্রিশ্চিয়ান সান্তোস ভেনেজুয়েলার হয়ে ব্যবধান কমালেও ৭৪তম মিনিটে রিকার্ডো অভিভিয়েরা দারুণ এক গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার চিলির বিপক্ষে হেরে যাওয়া দলে চারটি পরিবর্তন আনেন কোচ কার্লোস দুঙ্গা। গোলপোস্টে জেফারসনের পরিবর্তে অ্যালিসনকে জায়গা দেন তিনি। আর মার্সেলো, ডেভিড লুইস ও হাল্কের পরিবর্তে একাদশে নামান ফিলিপ লুইস, মার্কুইনোস ও অলিভিয়েরাকে।
ঘরের মাঠের দর্শকরা এদিন নড়েচড়ে বসার আগেই গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন উইলিয়ান। এ যেন স্বপ্নের শুরু। খেলার তখন মাত্র ৩৮তম সেকেন্ড চলছে। বাঁ দিক থেকে বল নিয়ে ডি বক্সের ভেতরে ঢুকে জোরালো শট নেন চেলসির এই মিডফিল্ডার। গোলরক্ষক ক্রসবারের ওপর দিয়ে বল পাঠিয়ে দিতে চাইলেও শেষ রক্ষা করতে পারেননি।
১৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে উইলিয়ানের পাস থেকে ডি বক্সের ভেতরে বল পেয়ে প্রতিপক্ষের গোলরক্ষক বারোজাকে পরাস্ত করতে ব্যর্থ হন অভিজ্ঞ অলিভিয়েরা।
৩০তম মিনিটে ডি-বক্সে গোল করার মতো জায়গায় বল পেয়েও শট না দিয়ে অস্কারকে বল বাড়ান ডগলাস কস্তা। ভেনেজুয়েলার রক্ষণভাগের দৃঢ়তায় ডগলাস কস্তা গোলমুখে শট নিতে ব্যর্থ হলে হতাশ হতে হয় সেলেসাওদের।
বিরতির তিন মিনিট আগে ব্রাজিলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন উইলিয়ান। ফিলিপ লুইসের পাস থেকে বল পেয়ে জোরালো শটে গোল করে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান এই চেলসি মিডফিল্ডার।
৬৫তম মিনিটে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে ভেনেজুয়েলা। সতীর্থের হেড থেকে বল পেয়ে ব্রাজিল গোলরক্ষক অ্যালিসনকে পরাস্ত করেন ক্রিশ্চিয়ান সান্তোস। সান্তোসের এটি প্রথম আন্তর্জাতিক গোল। ব্রাজিলের মাটিতে এই প্রথমবারের মতো বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গোল করতে সক্ষম হলো ভেনেজুয়েলা।
তবে এই গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৪তম মিনিটে দারুণ এক গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন রিকার্ডো অলিভিয়েরা। দগলাস কস্তার ক্রস নিজেদের বিপদসীমার মধ্যে বিপদমুক্ত করতে ব্যর্থ হয় ভেনেজুয়েলার রক্ষণভাগ। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন অলিভিয়েরা।
বিশ্বকাপ বাছাই পর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের অপর ম্যাচগুলোতে জয় পেয়েছে উরুগুয়ে, চিলি ও ইকুয়েডর। দিয়েগো গডিন, দিয়েগো রোলান ও আবেল হার্নান্দেজের গোলে কলম্বিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে উরুগুয়ে।
অন্যদিকে, মেসি ও আগুয়েরোর অনুপস্থিতিতে কার্লোস তেভেস ও এসেকিয়েল লাভেস্সিকে শুরুর একাদশে রাখেন আর্জেন্টিনা কোচ। প্রতিআক্রমণ থেকে পাওয়া সুযোগের কোনোটাই কাজে লাগাতে পারেননি তারা। দ্বিতীয়ার্ধে এই দুজনের বদলি হিসেবে নেমে ম্যাচের ভাগ্য বদল করতে ব্যর্থ পাবলো দিবালা ও নিকোলাস গাইতানও।
প্রথমার্ধে গোলের সেরা সুযোগটি পায় আর্জেন্টিনাই। ২১তম মিনিটে প্যারাগুয়ের আন্তোনি সিলভার গোল কিক এক সতীর্থের গায়ে লেগে বক্সেই মিগুয়েল সামুদিওর কাছে ফেরে। কিন্তু এই ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নেন আর্জেন্টিনার আনহেল দি মারিয়া। পিএসজির এই আক্রমণাত্মক মিডফিল্ডারের ক্রসে তেভেস মাথা ছোঁয়ালেও বল পোস্টের ওপর দিয়ে উড়ে যায়।
৪০তম মিনিটে তেভেসের বাড়ানো বলে লাভেস্সির কোনাকুনি শট দারুণ দক্ষতায় রুখে দেন প্যারাগুয়ে গোলরক্ষক। প্রথমার্ধের শেষ দিকে লাভেস্সির আরেকটি শটও ফিরিয়ে দলকে বিপদমুক্ত করেন সিলভা। ৬০তম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ নষ্ট করে প্যারাগুয়ে। চার খেলোয়াড় মিলেও আজেন্টিনার দুই ডিফেন্ডারের বাধা পেরোতে পারেনি তারা। প্যারাগুয়ে ফরোয়ার্ড দারিও লেসকানোকে শেষ মুহূর্তে আটকে দেন পাবলো সাবালেতা। কিছুক্ষণ পর প্যারাগুয়ের ফরোয়ার্ড দেরলিস গনসালেসের দূরপাল্লার শট ফিস্ট করে ফেরান রোমেরো।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে দিবালা পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মেরে একটি সুযোগ নষ্ট করেন। শেষ বাঁশি বাজার আগে দি মারিয়ার ফ্রি কিক প্যারাগুয়ের রক্ষণে প্রতিহত হলে গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচ। এর আগে দিয়েগো গদিন, দিয়েগো রোলান ও আবেল এরনান্দেসের গোলে ৩-০ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়েছে উরুগুয়ে।বাছাই পর্বে এটি উরুগুয়ের টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে বলিভিয়াকে হারিয়েছিল অস্কার তাবারেসের দল।জয়রথে আছে একুয়েডরও। মিলান বোলানোস ও ফেলিপে কাইসেদোর গোলে বলিভিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা। বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনাকেও একই ব্যবধানে হারিয়েছিল একুয়েডর।
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ