বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭, ১২:৩১:৩৫

কার্টেনি ওয়ালশকে নিয়ে যা বললেন আকরাম খান

কার্টেনি ওয়ালশকে নিয়ে যা বললেন আকরাম খান

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের ঘাসের উইকেট নিয়ে বাংলাদেশ দলের প্রস্তুতিটা কী? যদিও এটিকে বলা হয় পেসারদের স্বর্গরাজ্য। ক্রিকেট বিশ্ব এর আগেও অনেকবার দেখেছে এই পিচে ভালো বল করেছে পেসাররা।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভ ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার বাংলাদেশ দলের অনুশীলনেও এই প্রশ্নগুলো ঘুরে ফিরে এসেছে। বাংলাদেশের পেস বোলিং স্কোয়াডে আছেন রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায় আর ডেবুট্যান্ট তাসকিন। সৌম্যকে ধরলে এ সংখ্যা পাঁচে গড়াবে। এরমাঝে রুবেল ২৩ টি টেস্ট খেলেছেন। রাব্বি খেলেছেন মাত্র ২ টি টেস্ট। তাসকিন-শুভাশীষ এখনও কোনও টেস্ট খেলেননি। অপরদিকে নিউজিল্যান্ড দলের শুধু ট্রেন্ট বোল্ট আর টিম সাউদিই ১০১ টি করে টেস্ট খেলেছেন। শক্তির এই পার্থক্যকে বাংলাদেশ দল কী করে সামাল দেবে?

এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান জানালেন, ‘শক্তির পার্থক্য আছে এ কথা ঠিক। নিজেদের মাটিতে নিউজিল্যান্ডও অনেক ভালো টিম। এরপর আমাদের বোলিং-এ যাদেরকে নেওয়া হয়েছে তারাও যে কোনও কিছু ঘটানোর শক্তি রাখে। নতুন যাদের অভিজ্ঞতা নেই তারা খেলতে খেলতে অভিজ্ঞ হয়ে যাবে।’

তবে সব মিলিয়ে বোলিং টিমের পেছনের মানুষ হিসেবে যে কোচ কোর্টনি ওয়ালশ আছেন- এ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাইলেন আকরাম।  বললেন, ‘ওয়ালশ তার শিষ্যদের দিয়ে অনেক কিছুই করাতে পারেন।’
১১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে