বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭, ১২:৪২:৩৯

মুস্তাফিজের কাছ থেকে শুধু বোলিং না, ব্যাট হাতেও ভালো রান আশা করি: মুশফিক

মুস্তাফিজের কাছ থেকে শুধু বোলিং না, ব্যাট হাতেও ভালো রান আশা করি: মুশফিক

স্পোর্টস ডেস্ক: এখনো চোট মুক্ত না হওয়াতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে দেখা যাবে না মুস্তাফিজুর রহমানকে। কেনও তাকে নেওয়া হচ্ছে না? এ প্রশ্নের জবাবে টেস্ট অধিনায়ক আহবান জানিয়েছেন পরিস্থিতি বুঝতে, ‘মুস্তাফিজের অবস্থাটা বুঝতে চেষ্টা করুন। তার মতো একজন বোলার ক্রিকেটের যে কোনও ফরম্যাটে যে কোনও ক্যাপ্টেন তাকে দলে চাইবেন। সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেললে হয়তো তার জন্যে দলের জন্যে অনেক ভালো হতো। কিন্তু তার ফিটনেস সবার আগে গুরুত্বপূর্ণ।’

শুধু ফিটনেসই নয়, মুস্তাফিজের চোটপ্রবনতাও ভাবাচ্ছে মুশফিককে, ‘মনে করুন তাকে আমরা এ ম্যাচের জন্যে খেলালাম। এরপর হয়তো দেখা গেলো সে পাঁচ-ছ’মাসের জন্যে নেই! এটি তার জন্যে, দলের জন্যে, কারও জন্যেই ভালো নয়। কাজেই আমরা চাইছি সে যাতে চোট থেকে আস্তে আস্তে সম্পূর্ণ ফিট হয়ে ফিরে আসে। সম্পূর্ণ ফিট হয়ে সে যাতে দীর্ঘ মেয়াদে ক্রিকেটে ফিরে আসে।’

ভক্তদের উদ্দেশ্যে মুশফিক বলেন, ‘মুস্তাফিজের বেলায় প্রত্যাশার পারদটাও যেন বেশি না চড়ানো হয়। ও যখন কোনও ম্যাচে ২-১ উইকেট পায় তাতে অনেকে অনেক কিছু বলেন, মনে কষ্ট পান। অথচ নিউজিল্যান্ডের মতো দেশে এটিই তার প্রথম সফর। এখানকার উইকেট ভেবে ধাতস্থ হতে তার আরও সময় লাগবে। এ ধরনের উইকেটের অনেক কিছুই সে এখনও বুঝে উঠতে পারছে না। বল কোনটা সোজা যাচ্ছে, কোনটা বাউন্স হচ্ছে এসব বুঝে উঠতে তার অনেক সময় লাগবে। তবে সে খুবই স্মার্ট একজন বোলার। সেই কারণে সে এত তাড়াতাড়ি এতটা দূরে আসতে পেরেছে।’

মুশফিক আরও বলেন, ‘বাংলাদেশে আমি বলে এসেছি নিউজিল্যান্ডের কন্ডিশনে স্পিনারদের চেয়ে পেস বোলারদেরই ভালো করার সুযোগ বেশি। মুস্তাফিজের কাছে তাই আমাদের আশাটাও বেশি। শুধু বোলিং না, ব্যাট হাতেও তার কাছ থেকে ভালো রান আশা করি।’
১১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে